ধামরাই থানার দুই পুলিশ সদস্য ক্লোজড

প্রতিনিধি
ধামরাই
Thumbnail image
ধামরাইয়ের কাউলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক ফজলুল হক (ডানে) এবং সহকারী উপ-পরিদর্শক শামীম। ছবি: সংগৃহীত

ধামরাই থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিমান বাহিনীর কর্পোরালকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও মারধরের অভিযোগে শনিবার রাতে তাদের ক্লোজড করা হয়।

ক্লোজড হওয়া দুই পুলিশ সদস্য হলেন, এএসআই মো. সেলিম হোসেন ও মো. শহীদুল ইসলাম। বর্তমানে বিমান বাহিনীর ওই কর্পোরাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শনিবার রাত ৮টার দিকে ধামরাই থানার এএসআই সেলিম হোসেন ও শহীদুল ইসলাম উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালায়। এ সময় বিমান বাহিনীর ঢাকা সদর দপ্তরে কর্মরত কর্পোরাল জসীম উদ্দিনকে বিনা ওয়ারেন্টে ওই দুই পুলিশ সদস্য গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাকে মারধর করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর সদর দপ্তরে জানায় জসীমের পরিবার। প্রতিক্রিয়ায় তারা ফোন দেয় ধামরাই থানায়। কেন বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও মারধর করা হলো সে ব্যাখ্যা জানতে চায়।

এদিকে, জসিমের গ্রেফতারের খবরে ঘটনাস্থলে আসে এলাকাবাসী। তারা ওই পুলিশ সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়। খবর পেয়ে সেখানে যান কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক অমল রায়। সেখানকার পরিস্থিতি শান্ত করে কর্পোরাল জসীমকে মুক্ত করেন তিনি। পরে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ভুক্তভোগী জসীম উদ্দিন বলেন, ‘তারা আমার বাড়িতে এসে কোনো প্রকার কথাবার্তা ছাড়াই ও বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেফতার করে। এরপর আমার দুহাতে হ্যান্ডকাফ লাগিয়ে লাঠি দিয়ে মারধর করে। বিষয়টি আমার দপ্তরকে অবহিত করেছি। এ ঘটনায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে ঢাকা জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।’

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো.মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে দুই এএসআইকে ঢাকা জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

গিরগিটির মতো মুহূর্তেই রং বদলে ফেলছেন খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি-কাটেঙ্গা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার শিকদার। বিগত ১৫ বছর আওয়ামী লীগ সেজে নিয়েছেন নানা সুযোগ সুবিধা।

৬ মিনিট আগে

কেসিসি’র মেয়র প্রার্থী বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘মেয়র হতে নয়, মামলা ক‌রে‌ছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। মেয়র হওয়া বড় নয়, আদালতে এই জালিয়াতি প্রমাণিত হোক, জালিয়াতির ফল বাতিল হোক-এটাই মূল চাওয়া। আদালত যদি আমাকে মেয়র ঘোষণা করে মন্ত্রণালয় সে অনুযায়ী পদক্ষেপ নিবে।’

১৩ মিনিট আগে

বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিকদের বেতন বাড়ানোসহ বেশকিছু দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রোববার (৪ মে) সকাল ৬টা থেকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় গোল্ডেন সন লিমিটেড কারখানায় এই বিক্ষোভ শুরু হয়।

১ ঘণ্টা আগে

‎‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় লাম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে গবাদিপশু। ‎এপ্রিল মাসের শুরু থেকেই লাম্বি ভাইরাসে আক্রান্ত হতে থাকে গবাদি পশু গুলো। তবে প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করতে না পারায় বিপদে রয়েছেন গবাদিপশুর মালিকগণ।

১ ঘণ্টা আগে