ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, লাখ টাকা জরিমানা

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন বিরোধী অভিযানে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নে বড়বিল্লাহ এলাকায় অনুমোদনহীন পাথর মহালে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে খন্দকার আরিফ হোসেন লিপটনকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া সদর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম খানের নেতৃত্বে ১৬ জন বিজিবি সদস্যের একটি চৌকস দল তেঁতুলিয়ার মাগুড়া সীমান্তের মেইন পিলার ৪৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সীমান্তের ১৫০ মিটারের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু ঘটনাস্থলে এসে পাথর উত্তোলনকারী ব্যবসায়ী খন্দকার আরিফ হোসেন লিপ্টনকে জিজ্ঞাসাবাদ করলে আরিফ হোসেন বলেন, আমি এই জমির মালিক কাজী মাহবুবুর রহমানের কাছে জমি লিজ নিয়ে পাথর উত্তোলন করছি। এ সময় তিনি পাথর উত্তোলনের দরপত্রকে অনুমোদন মনে করে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলছিলেন। অপরাধ বুঝতে পেরে স্বীকারোক্তি প্রদান করেন।

এদিকে সোমবার (১৭ মার্চ) তেঁতুলিয়া উপজেলার বড়বিল্লা, দর্জিপাড়া, ভজনপুর ও পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের অমরখানা, খেঁকিপাড়া, ভেলকুপাড়া, আমতলাসহ বিভিন্ন এলাকায় পরিবেশ ঘাতক অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে ভূ-গর্ভস্থ পাথর উত্তোলন বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখা।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন,মঙ্গলবার দুপুরে থেকে সদর ইউনিয়নের বড়বিল্লায় অভিযান চালানো হয়। অভিযানে এক ব্যবসায়ী স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যৎতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন না করার প্রতিশ্রুতি করানো হয়। অনুমোদনহীন পাথর মহালে পাথর উত্তোলন ও ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলা বন্ধে এমন অভিযান চলমান থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

মোংলা বন্দর থেকে ৭৮ লাখ বিদেশি সিগারেট শলাকা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঘোষণায় অন্য পণ্য থাকলেও শুল্ক ফাঁকি দিতে আনা হয়েছে অরিস ব্রান্ডের সিগারেট। এতে সরকারের প্রায় ৫ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মোংলা কাস্টমস। মঙ্গলবার রাতে এসব জব্দ করা হয়।

১ ঘণ্টা আগে

দিনাজপুরের চিরিরবন্দর ফতেজংপুর মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে " রোড সেফটি এবং সড়ক দুর্ঘটনা ' সংক্রান্তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ ঘণ্টা আগে

রংপুরের গংগাচড়ায় গৃহবধু সালেহা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, এক জনের ১ বছর ও তিনজনের ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

১৫ ঘণ্টা আগে