বিচার পাওয়া নিয়ে শঙ্কা
ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধূলিয়াপাড়া গ্রামে আলোচিত জোড়া খুন মামলার আসামিরা একে একে বিদেশে চলে যাচ্ছেন—এমন আশঙ্কায় আতঙ্ক ও শঙ্কায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো। দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছে নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।
২০২০ সালের ১১ মে শৈলকুপার ধূলিয়াপাড়া গ্রামে স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বকে কেন্দ্র করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র অভি ও তার চাচাতো ভাই লাল্টুকে। এ ঘটনায় ৫২ জনকে আসামী করে চার্জশিট দেওয়া হলেও আসামীদের অনেকে ইতোমধ্যেই বিদেশ পাড়ি জমিয়েছেন। সম্প্রতি মামলার ১৯ নম্বর আসামী হোসেন আলী সৌদি আরবে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

নিহত অভির মা আন্না খাতুন হাতে ছেলের ছবি নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের কেউ কেউ বিদেশে চলে গেছে, বাকিরাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি সবাই পালিয়ে যায় তবে আমি ছেলের বিচার কিভাবে পাব?”
একইভাবে নিহত লাল্টুর স্ত্রী জেসমিন খাতুন জানান, স্বামীকে চোখের সামনে কুপিয়ে হত্যা করা হলেও তিনি কিছুই করতে পারেননি। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে তিনি দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার ভাষায়, “বাচ্চারা প্রতিদিন বাবাকে খুঁজে। কিন্তু আমি কীভাবে বুঝাই, তাদের বাবা আর নেই।”
এ নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, আসামীরা পালিয়ে গেলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। সঠিক ও দ্রুত বিচার হলে শৈলকুপায় একটি দৃষ্টান্ত তৈরি হবে, যা ভবিষ্যতে হত্যাকাণ্ড কমাতে সহায়ক হবে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “আদালতের অনুমতি থাকলে অভিযুক্তরা বিদেশ যেতে পারে। থানা পুলিশের পক্ষে তা ঠেকানো সম্ভব নয়।”
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা—আসামীদের বিদেশযাত্রা বন্ধ করে দেশে এনে বিচারের মুখোমুখি করা হোক। এতে শুধু ভুক্তভোগী পরিবার নয়, সমগ্র শৈলকুপাবাসীর আস্থা ফিরে আসবে বিচার ব্যবস্থার প্রতি।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধূলিয়াপাড়া গ্রামে আলোচিত জোড়া খুন মামলার আসামিরা একে একে বিদেশে চলে যাচ্ছেন—এমন আশঙ্কায় আতঙ্ক ও শঙ্কায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো। দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছে নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।
২০২০ সালের ১১ মে শৈলকুপার ধূলিয়াপাড়া গ্রামে স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বকে কেন্দ্র করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র অভি ও তার চাচাতো ভাই লাল্টুকে। এ ঘটনায় ৫২ জনকে আসামী করে চার্জশিট দেওয়া হলেও আসামীদের অনেকে ইতোমধ্যেই বিদেশ পাড়ি জমিয়েছেন। সম্প্রতি মামলার ১৯ নম্বর আসামী হোসেন আলী সৌদি আরবে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

নিহত অভির মা আন্না খাতুন হাতে ছেলের ছবি নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের কেউ কেউ বিদেশে চলে গেছে, বাকিরাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি সবাই পালিয়ে যায় তবে আমি ছেলের বিচার কিভাবে পাব?”
একইভাবে নিহত লাল্টুর স্ত্রী জেসমিন খাতুন জানান, স্বামীকে চোখের সামনে কুপিয়ে হত্যা করা হলেও তিনি কিছুই করতে পারেননি। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে তিনি দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার ভাষায়, “বাচ্চারা প্রতিদিন বাবাকে খুঁজে। কিন্তু আমি কীভাবে বুঝাই, তাদের বাবা আর নেই।”
এ নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, আসামীরা পালিয়ে গেলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। সঠিক ও দ্রুত বিচার হলে শৈলকুপায় একটি দৃষ্টান্ত তৈরি হবে, যা ভবিষ্যতে হত্যাকাণ্ড কমাতে সহায়ক হবে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “আদালতের অনুমতি থাকলে অভিযুক্তরা বিদেশ যেতে পারে। থানা পুলিশের পক্ষে তা ঠেকানো সম্ভব নয়।”
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা—আসামীদের বিদেশযাত্রা বন্ধ করে দেশে এনে বিচারের মুখোমুখি করা হোক। এতে শুধু ভুক্তভোগী পরিবার নয়, সমগ্র শৈলকুপাবাসীর আস্থা ফিরে আসবে বিচার ব্যবস্থার প্রতি।

ধানমণ্ডি শাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী জান্নাত আরা রুমী রাজধানীর হাজারীবাগে নারীদের হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত নারী ফাহিমা আক্তারের স্বামী আরিফ হোসেন ঘটনাস্থল ত্যাগ করেছেন।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে শেষ হয়।
২ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানায় অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি বর্তমানে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়রা নিয়মিত গৃহস্থালী আবর্জনা ফেলায় শহীদ মিনারে ময়লার স্তুপ জমে আছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং কুকুরের আনাগোনায় পরিবেশ আরও নোংরা হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ
৩ ঘণ্টা আগেধানমণ্ডি শাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী জান্নাত আরা রুমী রাজধানীর হাজারীবাগে নারীদের হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত নারী ফাহিমা আক্তারের স্বামী আরিফ হোসেন ঘটনাস্থল ত্যাগ করেছেন।
ঝিনাইদহে “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে শেষ হয়।
নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানায় অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি বর্তমানে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়রা নিয়মিত গৃহস্থালী আবর্জনা ফেলায় শহীদ মিনারে ময়লার স্তুপ জমে আছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং কুকুরের আনাগোনায় পরিবেশ আরও নোংরা হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ