ভুয়া এমবিবিএস চিকিৎসকের এক বছরের কারাদন্ড

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: সংগৃহীত

নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মান করে দীর্ঘদিন থেকে রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন রেজাউল করিম নামের এক ব্যক্তি।

অবশেষে আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া চিকিৎসক রেজাউল করিমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকার।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে উপজেলার পশ্চিম সাতলা গ্রামে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মান করেন। সেখানে তিনি জটিল সর্বরোগের চিকিৎসা দিয়ে এবং সার্জারির মাধ্যমে গ্রামের সাধারণ রোগীদের সাথে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।

সূত্রে আরও জানা গেছে, রেজাউল করিমের বিরুদ্ধে একাধিক রোগী ও নার্সকে যৌণ হয়রানি, মারধর, সাংবাদিকদের লাঞ্চিত করাসহ বিস্তার অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান বলেন, স্থানীয়দের কাছ থেকে বিস্তার অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।

এসময় রেজাউল করিম একটি সনদপত্র দেখিয়েছেন। যা ‘চার্টার অব অল ইন্ডিয়া কাউন্সিল অব ইন্ডো অ্যালোপ্যাথি অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’ নামে ভারতীয় একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের। যারকোনো বৈধতা নেই। তিনি (রেজাউল) একজন ভুয়া চিকিৎসক হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি আব্দুর সালাম জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে ওইদিন বিকেলে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ত্রাণের বিতরণকৃত ১২ শত প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও হাফ কেজি গুড় বিতরণ করেছি

১ ঘণ্টা আগে

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। স্কাউটিং শুধু শৃঙ্খলা নয়, নৈতিকতা, নেতৃত্ব এবং মানবিকতার শিক্ষাও প্রদান করে। আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

১ ঘণ্টা আগে

দুপুর সাড়ে ১২টার সময় পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়

২ ঘণ্টা আগে

কমিটির নির্বাচনে মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন ।তিনি আগে ইছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন

২ ঘণ্টা আগে