ছাত্রদল নেতা তুরান হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাবেক ছাত্রদল নেতা শাহারিয়ার হোসেন তুরান হত্যার প্রধান আসামী মো. মনিরুল ইসলাম ওরফে মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। গতকাল শনিবার বিকালে তাকে কুষ্টিয়া জেলার ইবি থানার পেয়ারাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনিরুল কলারোয়া উপজেলার কাউরিয়া এলাকার নুরুল হকের ছেলে। আজ রোববার দুপুরে এক সাতক্ষীরা র‌্যাব ৬ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৫ফেব্রুয়ারি সন্ধ্যায় নিহত শাহারিয়ার হোসেন তুরান (৩৪) ও তার ভাই কাজিরহাট বাজারে আসামী নুরুল

হকের ভাড়াটিয়া দোকানের সামনে মনিরুলসহ আসামিদের কাছে দোকান ভাড়ার ২০ হাজার টাকা চাইতে যায়। ওই সময়ে মনিরুলসহ কয়েকজন তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার এক পর্যয়ে মনিরুল ইসলাম শাহারিয়ার হোসেন তুরানের মাথায় রাস্তা হতে ইট তুলে কপালে ও মাথায় আঘাত করে। এ সময় মামলার অন্য আসামিরা তাদের দুই ভাইকে কিলঘুষি মেরে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের কলারোয়া হাসপাতালে পাঠায়।এরপরে অবস্থায় অবনতি হলে গত ২৪ ফেব্রুয়ারি তুরানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে সার্জারী অপারেশনের জন্য খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা সেবা শেষে বাড়িতে ফেরার পরে ১৮মার্চ মারা যান তুরান । ঘটনার দিন রাতে নিহতের ভাই বাদী হয়ে মনিরুল ইসলামসহ কয়েকজনকে আসামি করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিল।

সাতক্ষীরা র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, হত্যাকান্ডের ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে দেয়। এরপর তাকে গতকতা শনিবার বিকালে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামি মনিরুল ইসলাম ওরফে মনিরকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

প্রেমিকা মীম আক্তার জানান, আমার সাড়ে ৫ মাসের সম্পর্ক। আমার সাথে সব করেছে। আমি সাগরকে ছাড়া বাঁচব না। সাগর আমাকে বিয়ে না করলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব।

১৩ ঘণ্টা আগে

বজ্রপাতে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন মারা গেছেন। রোববার (১১মে) সকাল থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।

১৪ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) উভয় উপজেলায় পৃথক জায়গায় বজ্রপাতের তাদের মৃত্যু হয়।

১৪ ঘণ্টা আগে

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড এবং প্রায় ১ কোটি ১৩ লক্ষ নগদ টাকাসহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে