শিক্ষকের অনশনের পর প্রত্যাহার

রামগড়ে পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে ২৯ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে ২৯ শিক্ষার্থীকে বহিস্কার ও দুই শিক্ষককে পরীক্ষার হলে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে আমরণ অনশনে বসেন নাজমুস সাকিব নামে শিক্ষক। বুধবার সকাল ১০ টা থেকে আমরণ অনশন শুরু করেন তিনি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুর সাড়ে ১২ টার দিকে তীব্র সমালোচনার মুখে শিক্ষার্থীদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে নেয় কলেজ কর্তৃপক্ষ। একই সাথে ঐ শিক্ষকসহ দুই জনকে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেয়া হয়।

রামগড় সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক নাজমুস সাকিব জানান ‘২৮ এপ্রিল কলেজে একাদশ শ্রেনীর দ্বিতীয় সাময়িক তিন ঘন্টার কিছু সময় আগে খাতা জমা দেয়ায় অন্যায়ভাবে ২৯ জন ছাত্রছাত্রীকে বহিষ্কার করা। তিনঘণ্টার আগে পরীক্ষার হল থেকে কেউ বের হতে পারবে না এরকম কোনো লিখিত নির্দেশনা আমরা পাইনি। শিক্ষার্থীরা জানেও না তারা কেন বহিষ্কার হয়েছে। এছাড়া গণিত বিভাগের প্রভাষক মো.কামরুল হাসান ও আমাকে পরীক্ষার হলের ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেয়া হয়। এই ঘটনার প্রতিবাদের আমি একাই অনশন শুরু করি। দুপুরে সাড়ে ১২ টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের বহিস্কারাদেশ নোটিশ দিয়ে প্রত্যাহার করা হয়। এছাড়া পরীক্ষার হলরুমে আমিসহ দুই জন শিক্ষককে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করায় অনশন স্থগিত করেছি। ’

রামগড় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসাজাই মারমা বলেন ,‘ একাদশ শ্রেনীর যে ২৯ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে তা আমরা প্রত্যাহার করা নিয়েছি। যে দুই জন শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেয়া হয়েছে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ’

বিষয়:

খাগড়াছড়ি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে

৭ মিনিট আগে

সততা ও দক্ষতার সাথে কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন। তার হাত দিয়ে এলাকার অনেক উন্নয়ন মুলক কাজ সম্পন্ন হয়েছে

২২ মিনিট আগে

অনুষ্ঠানের শুরুতে জুলাই গন অভ্যুত্থানে সকল শহীদ এবং মাইলস্টোন ‌ দুর্ঘটনার সকল শহীদদের ‌ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়

৩২ মিনিট আগে

কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদান পরিচালনার জন্য ৭০০ শয্যা বিশিষ্ট হাসপাতালও রয়েছে। সিবিএমসি দেশের মানচিত্রে একটি উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে আলো প্রজ্জ্বলিত করছে

৪৩ মিনিট আগে