পাটগ্রামে থানা ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার ৪

সারজিসের বক্তব্য উদ্দেশ্যমূলক, দাবি বিএনপির

প্রতিনিধি
লালমনিরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার (৪ জুলাই) দুপুরে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পাটগ্রাম পূর্ব বাজারের বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি দাবি করেন, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনার সাথে উপজেলা ও পৌর বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। এ ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যেকার বিষয়। কিন্তু কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নিবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।

অপরদিকে ওই ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া পোস্টকে ‘অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক’ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম পাটোয়ারী সাজু, জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি শপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রধান প্রমুখ।

অপরদিকে লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

গত বৃহস্পতিবার (০৩ জুলাই) রাতে পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রধান বাদি হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামির উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলায় সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদের ক্ষতি ও চুরি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। এদিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সহযোগীতায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে তিনজন ও ২৭ জনের মধ্যে একজনকে গ্রেফতার করে থানা-পুলিশ।

আসামিরা হলেন-বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার হাবিবুর রহমান, রহমানপুর মেছির পার এলাকার মহিদুল ইসলাম মানিক, সোহাগপুর পৌর এলাকার আবুল কালাম ও একই এলাকার ২৭ জনের উল্লেখ করা নামের মধ্যে আব্দুর রশিদ। তাদেরকে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির(কাদের) অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

৩ মিনিট আগে

পর্যটকের ওপর নির্ভর করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পাঁচ শতাধিক ট্রলার চলে। সুন্দরবনে জুন থেকে আগস্ট পর্যন্ত মাছ ও কাঁকড়া ধরা বন্ধ রাখার পাশাপাশি পর্যটক ঢোকা বন্ধ করে দেওয়া হয়। এ সময় ট্রলারচালক ও শ্রমিকরা বেকার জীবন যাপন করেন। তাদের সংসার চলে খুব কষ্টে

৩১ মিনিট আগে

তালার শ্রীমন্তকাটি গ্রামের ভবেন্দ্র দাস ৬৮ হাজার টাকায় জমি বিক্রির জন্য তিন মাস আগে আব্দুল আহাদের সঙ্গে চুক্তি করেন। ২৫ হাজার টাকা নেওয়ার পরেও ভবেন্দ্র দাস জমি অন্যজনের কাছে বিক্রি করে

১ ঘণ্টা আগে

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

২ দিন আগে