বাবুল দত্ত হত্যার ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামি গ্রেফতার

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনায় বাবুল দত্ত হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) বিকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা এলাকার মোঃ রুস্তম শেখের ছেলে সুমন শেখ (৪৫) ও ফুলতলা উপজেলার জামিরা মোল্যাপাড়া এলাকার শামছুর মোল্যার ছেলে মুক্তি মোল্যা (৫৩)।

কেএমপি জানায়, নিহত বাবলু দত্তের ছেলে দিপু দত্ত গত ২৭ জুন মামলা মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৬ জুন তিনি ও তার বাবা সকাল ৯ টার দিকে কৈয়া বাজারস্থ জেলের মোড়ে অবস্থিত তাদের দোকানে যান। বাবুল দত্ত দোকান থেকে রাজমিস্ত্রী কাজের জন্য কুলটি যান। রাত ৮ টার দিকে তার বাবা দোকানে আসেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে দোকান থেকে পুনরায় বের হয়ে যান বাবুল দত্ত। রাত ১১ টার দিকে প্রতিবেশী বৃত্তান্ত (২৮) বাদীর কাছে ফোন করে জানান যে, দেবাশীষের মেহগুনি বাগানের পাশে রাস্তার উপর বাদীর বাবার মোটরসাইকেলটি প্রায় একঘণ্টা ধরে রাখা আছে।

তখন বাবুল দত্তের মোবাইল নম্বরে ফোন করে, কিন্তু ডায়াল হলেও রিসিভ না করায় বাদী ও তার ধর্ম মামা সুমন শেখসহ দেবাশীষের মেহগুনি বাগানের সামনে এসে বাদীর বাবার মোটরসাইকেলটি রাস্তার উপর দেখতে পান। বাদী মোবাইলের লাইট জ্বালিয়ে খোঁজার এক পর্যায়ে দেবাশীষের মেহগুনি বাগানের ২০/২৫ গজ ভিতরে তার বাবার গলা কাটা রক্তাক্ত লাশ দেখতে পান।

কেএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাবুল দত্ত হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শনাক্ত করে হরিণটানা থানা পুলিশ কৈয়াবাজার এলাকা এবং খুলনা জেলার ফুলতলায় অভিযান চালায়। অভিযানে সুমন শেখ ও মুক্তি মোল্যাকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিরা ভিকটিম বাবলু দত্তকে জবাই করে হত্যার ঘটনা স্বীকার করে। তাদের দেখানো মতে রাজবাধ দক্ষিণপাড়াস্থ অরুন বাবু ও প্রদীপ বাবুর প্লটের ইটের সলিং রাস্তার পশ্চিম পাশে কথিত রউফ সাহেবের খালের পানির মধ্য থেকে ২টি ধারালো লম্বা চাপাতি, তাদের হেফাজত থেকে ২ টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

লাইট-ফ্যান পেয়ে উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, ‘পাহাড় চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে-নেয়ে হাঁপিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে

১৩ ঘণ্টা আগে

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে প্রায় এক দশক ধরে প্রতি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। উপরন্তু প্রতিদিন চালক, সুপারভাইজার ও সহকারীর ট্রিপ হয় না

১৪ ঘণ্টা আগে

র‍্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল

১৪ ঘণ্টা আগে

১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে

১৬ ঘণ্টা আগে