সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কুখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া, বাঁকাল ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার দিনভর এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল ঘোষপাড়া সীমান্ত থেকে ভারতীয় ওষুধ, কুশখালি বিওপির বিশেষ অভিযানিক দল চেয়ারম্যান বাড়ি বটতলা নামক স্থান হতে ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ, বাঁকাল চেকপোস্টের বিশেষ অভিযানিক দল বাঁকাল এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ অভিযানিক দল গোবিন্দকাঠি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ অভিযানিক দল ভাদিয়ালী মোড় ও গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, হিজলদী বিওপির বিশেষ অভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি, সুলতানপুর বিওপির বিশেষ অভিযানিক দল বর্মিতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল কাঁদপুর সীমান্ত থেকে ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ২০ লাখ ৭ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়াড় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আলীকদম উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল এইটা। এ বিদ্যালয়ে শিক্ষক সংকট, জনবল সংকট আছে এইটা আমাকে জানানো হয়েছে। এখানে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকা, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আশা ব্যঞ্জক হয়নি

১৬ ঘণ্টা আগে

বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

১৬ ঘণ্টা আগে

দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি। শুধুমাত্র নাচ-গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয়। তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান

১৭ ঘণ্টা আগে

শুক্রবার দিনগত রাতে আমিনুল তার ঘরের বাইরে খোলা জায়গায় প্রস্রাব করতে গেলে একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। সাপের ছোবলের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করা হয়

১৮ ঘণ্টা আগে