পঞ্চগড়ে জ্ঞান চর্চার কেন্দ্র ও লাইব্রেরী নির্মাণে মতবিনিময়

প্রতিনিধি
পঞ্চগড়
আপডেট : ২৯ মে ২০২৫, ১৮: ৩৭
Thumbnail image

পঞ্চগড়ে জ্ঞান চর্চার কেন্দ্র ও আধুনিক লাইব্রেরি নির্মাণের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, স্থানীয় প্রশাসন, এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৯ মে) বোদা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পঞ্চগড়ের শিক্ষানুরাগী জনগোষ্ঠীর জন্য একটি পূর্ণাঙ্গ জ্ঞান চর্চার কেন্দ্র ও আধুনিক সুবিধাসম্পন্ন লাইব্রেরি সময়ের দাবি। তরুণ প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলা, গবেষণা ও তথ্যভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এমন একটি কেন্দ্র অপরিহার্য।

বক্তারা আরও বলেন, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, মোবাইল আসক্তি কমানো, শিক্ষার্থীসহ সকলের বুদ্ধি বৃত্তিক চিন্তা চেতনার উৎকিষ্টতা বৃদ্ধি, বই পড়ার মাধ্যমে একে অপরের মধ্যে সোহাদ্যপূর্ণ মেলবন্ধন স্থাপন, জ্ঞানের চর্চার মাধ্যমে সু-নাগরিক হিসেবে গড়ে উঠা, মাদক এবং কুপ্রবৃত্তির থেকে যুব সমাজকে দুরে রাখতে এবং শিশু কিশোর সহ সকল বয়সের মানুষদের পাঠোভ্যাস গড়ে তুলতে ও দীর্ঘ মেয়াদি অভ্যাস ধরে রাখতে

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি কেন্দ্রীয় লাইব্রেরি নির্মাণের জন্য প্রাথমিক পর্যায়ে জমি নির্ধারণ ও বাজেট প্রস্তাব তৈরির কাজ শুরু করা হচ্ছে। সরকারি অনুদান ছাড়াও বেসরকারি সহযোগিতা এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

সভায় একটি তদারকি কমিটি গঠনের প্রস্তাবও আসে, যারা এই প্রকল্পের অগ্রগতি মনিটার করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে।

মতবিনিময় সভাটি পঞ্চগড়ের জ্ঞানভিত্তিক উন্নয়নের পথে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আলীকদম উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল এইটা। এ বিদ্যালয়ে শিক্ষক সংকট, জনবল সংকট আছে এইটা আমাকে জানানো হয়েছে। এখানে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকা, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আশা ব্যঞ্জক হয়নি

১০ ঘণ্টা আগে

বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

১০ ঘণ্টা আগে

দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি। শুধুমাত্র নাচ-গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয়। তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান

১১ ঘণ্টা আগে

শুক্রবার দিনগত রাতে আমিনুল তার ঘরের বাইরে খোলা জায়গায় প্রস্রাব করতে গেলে একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। সাপের ছোবলের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করা হয়

১২ ঘণ্টা আগে