ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের সহিরউদ্দিনের ছেলে আতিয়ার শেখ (৫৫), নওগাঁর বাদলগাছি উপজেলার বইকুন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সাধনা আক্তার (২৩) এবং বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রনজিত চন্দ্র দাস (৪৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন সেতুর পূর্বপাড়ে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও দর্শনাগামী দর্শনা ডিলাক্স বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত সাতজন যাত্রী আহত হন। খবর পেয়ে করিমপুর হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ চৌধুরী জানান, নিহতরা সবাই রয়েল পরিবহনের যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় রয়েল পরিবহনের চালক আলমগীর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে দর্শনা ডিলাক্স বাসের চালকের কোনো খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওসি জানান, সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনাকবলিত বাস দুটি কাগজপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

তবে প্রাথমিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন নারী ও দু'জন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান চাঁন বলেন, ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তিন জন নিহত ও দুই বাসের কমপক্ষে ১৫ জনের মতো আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একজন নারী ও হাসপাতালে নেওয়ার পর দু'জন পুরুষ নিহত হয়েছেন। তবে প্রাথমিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ভোরে সড়কের পাশে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদের একজনের মাথা থেতলে গেছে। পরে থানায় খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান

১২ মিনিট আগে

বাংলাদেশে মাছ উৎপাদনে বিপ্লব ঘটেছে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষ ও উৎপাদন বড় অবদান রাখছে

৩৩ মিনিট আগে

আয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে

২ ঘণ্টা আগে

মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও মনোরম পরিবেশে বই পড়ার ব্যবস্থার জন্য লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য রিসাইক্লিন ব্যবস্থা কার্যক্রমের উদ্বোধন করা হয়

২ ঘণ্টা আগে