খাগড়াছড়ি
খাগড়াছড়িতে জেলার উন্নয়ন ভাবনা নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
রোববার (১৭ আগষ্ট) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ্ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ, প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস ও সাধারন সম্পাদক নিপু আহমেদসহ ৯টি উপজেলার সাংবাদিকরা ।
এ সময় বক্তারা উন্নয়নের ক্ষেত্রে পাশাপাশি দুর্গম এলাকাকে প্রাধান্য দেওয়ার আহবান জানান। এছাড়া মাটিরাঙা, মহালছড়ি, গুইমারা বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ৫০ শয্যা হাসপাতালের নির্মাণের দাবি জানায়।
এছাড়া প্রত্যন্ত এলাকায় সড়ক নির্মাণ, সুপেয় পানি সুব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়ন ,দুর্গম পাহাড়ে শিক্ষায় ঝরে পরা রোধে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উপর জোর দেন। এছাড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনকে ব্র্যান্ডিং করার অনুরোধ জানান।
সভায় পার্বত্য এলাকার প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষায় পাড়াবন রক্ষার পাশাপাশি সরকারি খাসজমিগুলোতে থাকা বন উজাড় বন্ধের অনুরোধ করেন। সভায় উঠে আসা মতামতগুলোকে গুরত্ব দিয়ে আগামী এক বছর কর্মপরিকল্পনা নির্ধারণের প্রতিশ্রুতি দেন পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
খাগড়াছড়ি পাবর্ত জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ে দেশ এখন স্বৈরচারমুক্ত। এ বিপ্লবে হাজারো ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। তাদের ত্যাগে আমরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য হয়েছি। তাদের রক্ত বৃথা যাবে না। আমরা যে কয়দিন দায়িত্বে থাকবো, স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবো। তিনি এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন,খাগড়াছড়ির উন্নয়নে আমরা একত্রে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
খাগড়াছড়িতে জেলার উন্নয়ন ভাবনা নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
রোববার (১৭ আগষ্ট) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ্ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ, প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস ও সাধারন সম্পাদক নিপু আহমেদসহ ৯টি উপজেলার সাংবাদিকরা ।
এ সময় বক্তারা উন্নয়নের ক্ষেত্রে পাশাপাশি দুর্গম এলাকাকে প্রাধান্য দেওয়ার আহবান জানান। এছাড়া মাটিরাঙা, মহালছড়ি, গুইমারা বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ৫০ শয্যা হাসপাতালের নির্মাণের দাবি জানায়।
এছাড়া প্রত্যন্ত এলাকায় সড়ক নির্মাণ, সুপেয় পানি সুব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়ন ,দুর্গম পাহাড়ে শিক্ষায় ঝরে পরা রোধে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উপর জোর দেন। এছাড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনকে ব্র্যান্ডিং করার অনুরোধ জানান।
সভায় পার্বত্য এলাকার প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষায় পাড়াবন রক্ষার পাশাপাশি সরকারি খাসজমিগুলোতে থাকা বন উজাড় বন্ধের অনুরোধ করেন। সভায় উঠে আসা মতামতগুলোকে গুরত্ব দিয়ে আগামী এক বছর কর্মপরিকল্পনা নির্ধারণের প্রতিশ্রুতি দেন পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
খাগড়াছড়ি পাবর্ত জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ে দেশ এখন স্বৈরচারমুক্ত। এ বিপ্লবে হাজারো ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। তাদের ত্যাগে আমরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য হয়েছি। তাদের রক্ত বৃথা যাবে না। আমরা যে কয়দিন দায়িত্বে থাকবো, স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবো। তিনি এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন,খাগড়াছড়ির উন্নয়নে আমরা একত্রে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
ভোরে সড়কের পাশে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদের একজনের মাথা থেতলে গেছে। পরে থানায় খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান
১১ মিনিট আগেবাংলাদেশে মাছ উৎপাদনে বিপ্লব ঘটেছে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষ ও উৎপাদন বড় অবদান রাখছে
৩৩ মিনিট আগেআয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে
২ ঘণ্টা আগেমোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও মনোরম পরিবেশে বই পড়ার ব্যবস্থার জন্য লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য রিসাইক্লিন ব্যবস্থা কার্যক্রমের উদ্বোধন করা হয়
২ ঘণ্টা আগেভোরে সড়কের পাশে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদের একজনের মাথা থেতলে গেছে। পরে থানায় খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান
বাংলাদেশে মাছ উৎপাদনে বিপ্লব ঘটেছে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষ ও উৎপাদন বড় অবদান রাখছে
আয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে
মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও মনোরম পরিবেশে বই পড়ার ব্যবস্থার জন্য লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য রিসাইক্লিন ব্যবস্থা কার্যক্রমের উদ্বোধন করা হয়