মাদকমুক্ত থেকে শিক্ষার্থীদের সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে - মো: ফিরোজ সরকার

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: সংগৃহীত

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেন, মাদকমুক্ত থেকে শিক্ষার্থীদের সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে বলেন, তাদেরকে মাদকাসক্তি ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে।

কেসিসি প্রশাসক আজ মঙ্গলবার দুপুরে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ মিলনায়তনে ‘‘মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা এ আলোচনা সভার আয়োজন করে।

কেসিসি প্রশাসক বাল্যবিবাহের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে আরো বলেন, একটি মেয়ের শিক্ষা জীবনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় বাল্যবিবাহ। অপরিণামদর্শী কিছু অভিভাবক নিজ সন্তানের জীবনকে বাল্যবিবাহের মাধ্যমে অনিশ্চয়তার দিকে ঠেলে দেন যা কোনভাবেই কাম্য নয়। বাল্যবিবাহের বিষয়ে তিনি অভিভাবকদের আরো দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহবান জানান।

স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনিসেফ-খুলনার চাইল্ড প্রটেকশন অফিসার মুমিনুন্নেছা শিখা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-খুলনার উপপরিচালক মো: মিজানুর রহমান, ডাচ বাংলা ব্যাংক-খুলনার ভাইস প্রেসিডেন্ট মো: আলমগীর হুমায়ূন, বিশিষ্ট আইনজীবী শেখ জাকিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রাকিবুজ্জামান সরদার ও খুলনা শিশু ফোরামের সদস্য সামিয়া জান্নাত সাহারা। স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সন্তু লারমার জেএসএস ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের আধিপত্য বিস্তারে ঝুঁকির মুখে পড়েছে দেশের অন্যতম পর্যটক কেন্দ্র সাজেক।সাজেকে পর্যটকবাহী ও পণ্যবাহী গাড়ী যেতে বাধা দেওয়া হচ্ছে। চালককে মারধরে ঘটনা ঘটছে।

১৩ ঘণ্টা আগে

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত থেকে আজ শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি।

১৪ ঘণ্টা আগে

প্রেমের প্রস্তারে রাজী না হওয়ায় গায়ে কেরোসিন ঢেলে সানজিদা আক্তার তুলি নামে (১৭) তালার এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার রাতে মৃতের বাবা কামরুল ইসলাম মোড়ল বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তালা থানা থানায় মামলা করেন।

১৫ ঘণ্টা আগে

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগে পূর্ব শত্রুতার জেরে বাদশা মোল্লার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

১৫ ঘণ্টা আগে