রামপালে নদী ভাঙ্গন কবলিত ৩ হাজার পরিবারের মানববন্ধন

প্রতিনিধি
বাগেরহাট
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৭: ৩৪
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপালে তীব্র নদী ভাঙ্গনের মুখে তিনটি গ্রাম। এতে চরম ঝুঁকির মুখে অন্তত ৩ হাজার পরিবার। আর এই ঘটনায় রোমজাইপুর গ্রামের পূর্ব পাড়ায় ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন।

বুধবার (০৪ জুন) বেলা ১১ টায় টেকসই বেড়ি বাঁধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

তারা পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের মাধ্যমে দ্রুত গ্রাম রক্ষা বাঁধের দাবি করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন , মৃতপ্রায় মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হয়। খনন কালে নকশা অনুযায়ী খনন না করে ত্রুটিপূর্ণভাবে চলমান নদী আঁকাবাঁকা অবস্থায় খনন করা হয়। এ ছাড়াও নদী খননে ডিডিপির নকঁশা অনুসরণ করা হয়নি। এ ছাড়াও রোমজাইপুর গ্রামের উত্তর পাশ দিয়ে অত্যান্ত অপরিকল্পিতভাবে একটা লুফ কাট দিয়ে ৫ কিলোমিটারের একটি লম্বা বাঁক কেটে সোজা করা হয়। উক্ত লুফ কাটটি রোমজাইপুর গ্রামের দক্ষিণ পাশ দিয়ে সোজা খনন করা হলে পুরো রোমজাইপুর, সিংগড়বুনিয়া ও পুটিমারী গ্রাম রক্ষা পেত।

বক্তারা দাবি করেন, বিগত সরকারের নৌ পরিবহণ মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী শাহাজাহান খান, তারা অধীন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আ. খালেক ব্যাপকভাবে লুটপাট করায় চ্যানেলটি ত্রুটিপূর্ণভাবে খনন করা হয়। তারা এমন অনিয়মের বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি করেন। অচিরেই এই বর্ষা মৌসুমে জরুরি মেরামতসহ দীর্ঘ মেয়াদি গ্রাম রক্ষা বাঁধের জন্য জোরালো দাবি করেন।

মানববন্ধন বক্তব্য দেন, বাংলদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র খুলনা বিভাগীয় নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা নেতা ফাত্তাইন নাইম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেনা বেগম হেনা, পরিবেশবিদ এমজে মাহাফুজ, এমজে মো ফিরোজ, তুহিন মোল্লা, সন্ধা রানী গাইন প্রমুখ।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে চাননি। তবে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সুমনা ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নিরাপদ কৃষিপন্য উৎপাদনে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ও কাঁচা নীম পাতা ,গুলচো, আমপাতা, কাঁচা হলুদ সেদ্ধ করে তৈরি করা হয় পরিবেশ বান্ধব বিশেষ বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেন

৮ মিনিট আগে

বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন এবং চক্ষু অপারেশনের জন্য ১০০ রোগীকে নির্বাচন করেন। রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধপত্র প্রদান করা হয়

২৪ মিনিট আগে

নরসিংদীর সাংবাদিকরা সবসময় গণমানুষের কথা তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। নতুন কমিটির মাধ্যমে পেশাদার সাংবাদিকতার চর্চা আরও বিস্তৃত হবে এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে

৪৩ মিনিট আগে

আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

৩ ঘণ্টা আগে