৪৮ ঘণ্টা পর সচল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

হামলাকারীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের আশ্বাস

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

৪৮ ঘণ্টা পর মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩ টায় নিজ নিজ কর্মস্থলে রোগী সেবায় ফিরেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. মো. নাজমুল হুদা। এছাড়া আগামীকাল থেকে ক্লাসে ফিরছেন মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।
এর আগে ইন্টার্ন চিকিৎসক ও কলেজ শিক্ষার্থীদের কর্মস্থল এবং ক্লাসে ফিরতে অনুরোধ জানান হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৩টায় কর্মে যোগদান করেন ইন্টার্ন চিকিৎসকরা।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী জুবায়ের আল মাহমুদ বলেন, স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে কতিপয় সন্ত্রাসী আমাদের চিকিৎসক, নার্স ও স্টাফ এমনকি আমাদের মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর হামলা করছে। রাস্তায় শিক্ষার্থীরা বের হলে তাঁদের গালিগালাজ ও ধাওয়া করা হয়। আমরা আমাদের নিরাপত্তার দাবিতে সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার পর থেকে ক্লাস বর্জন করি।

অতঃপর মঙ্গলবার (১৯ আগস্ট) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্যার ও আমাদের উপাধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলু স্যার আমাদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দেন। তাদের নির্দেশ ও আশ্বাসের প্রেক্ষিতে আমরা বুধবার (২০ আগস্ট) থেকে ক্লাসে ফিরবো।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. মো. নাজমুল হুদা বলেন, পরিচালক স্যারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা বিকেল ৩ টায় কর্মস্থলে ফিরেছি। ১৭ আগস্ট স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী আমাদের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. দিলীপ রায় স্যারের উপর অতর্কিত হামলা চালায়। এরই প্রেক্ষিতে আমরা ওই দিন বিকেল ৩ টা থেকে কর্মবিরতিতে যাই। কিন্তু পরিচালক স্যারের অনুরোধ ও রোগীদের কথা বিবেচনা করে আমরা হাসপাতালে জরুরি সেবা চালু রাখি। পাশাপাশি মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই। তাদের গ্রেফতার করা না হলে আমরা কমপ্লিট শাটডাউনে যাবো বলে দাবি জানাই। আজ দুপুর ১২ টার পর পুলিশ হামলাকারী একজনকে গ্রেফতার করছে বলে আমাদের নিশ্চিত করা হয়। আমাদের বাকী দাবি গুলো বিষয়ে পরিচালক স্যার গুরুত্ব দিয়েছেন। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় কাজে ফিরেছি।

সিনিয়র ও মিড লেভেলের সকল চিকিৎসকসহ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে রোগী সেবা দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১ ঘণ্টা আগে

টাঙ্গাইলে সদ্য নিয়োগ পাওয়া আদালতের সরকারি আইন কর্মকর্তা (জিপি) বজলুর রহমান মিয়াকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা।

২ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ ঘণ্টা আগে