‘সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের খুঁজে বের করা হবে’

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যখন আমরা রাজপথে আন্দোলন করেছি তখন গুপ্ত সংগঠনের কাউকে পাইনি। আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছে, যারা জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। তাদের ছাড় দেয়া হবে না।

তিনি মঙ্গলবার বিকেলে বোদা ধানহাটি এলাকায় বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে। গত ৯ তারিখে একটি ঘটনা ঘটল ১১ তারিখে একটি ভিডিও ভাইরাল হল। অথচ ঢাকাসহ সারাদেশে আরো দুইটি হত্যাকাণ্ডের কোন বিচার চাওয়া হচ্ছে না। সকল হত্যাকাণ্ডের বিচারের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলে ঘোষণা করেন বিএনপির এই নেতা।

সমাবেশে বিএনপির বোদা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ড পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বোদা ধানহাটি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোদা উপজেলা শাখা, বোদা পৌর শাখা ও সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়ার পরিবর্তে হয়রানি করা হচ্ছে, যা অন্যায় ও অমানবিক। এসময় গ্রেফতার হাসানের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ছাত্রদের চিকিৎসা সহায়তার দাবি জানানো হয়

৫ মিনিট আগে

“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি থানায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়া, দুর্নীতি, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার এবং যৌতুক নিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে

৩৩ মিনিট আগে

সাতক্ষীরা পৌরসভায় তালিকাভুক্ত বস্তি রয়েছে ৪৭টি। পৌরসভার মোট জনসংখ্যা প্রায় দুই লাখ হলেও এর মধ্যে নিম্ন আয়ের পথবাসী, ঝুপড়ি বাসী ও বস্তিবাসীর সংখ্যা প্রায় ৫০ হাজার। অর্থাৎ প্রতি চারজনের একজন মানুষ বস্তিতে বাস করে। যাদের অধিকাংশই জলবায়ু উদ্বাস্তু। অথচ নগরের উন্নয়ন পরিকল্পনায় তাদের বিবেচনা করা হয়নি

১ ঘণ্টা আগে

রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাবির আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

১ ঘণ্টা আগে