চাহিদা বেশি, দামও চড়া,ফেনীতে লিচুর বিক্রি তুঙ্গে

প্রতিনিধি
ফেনী
Thumbnail image

গরমের মধ্যে রসালো লিচু সত্যিই অনেকের প্রিয়। ফেনীর বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন জাতের লিচু পাওয়া যাচ্ছে। দিনাজপুরের চায়না-৩, বোম্বাই, কাঁঠালি, বেদনা, আর আঁটির মতো জনপ্রিয় জাতগুলো। বিশেষ করে ফেনী শহরের ট্রাংক রোডসহ অন্যান্য প্রধান বাজারে লিচুর কেনা-বেচা এখন খুবই সরগরম।

ফেনীর ট্রাংক রোড এলাকার লিচুর বাজার বর্তমানে বেশ জমজমাট। গতকাল রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, দোকানিরা ব্যস্ত সময় পার করছেন এবং লিচুর দাম জাতভেদে ভিন্ন ভিন্ন:

কাঁঠালি লিচু: ১০০টি ৩৮০–৪০০ টাকা বোম্বাই লিচু: ১০০টি ৪০০–৪৫০ টাকা আঁটি লিচু: ১০০টি ২৫০–৩৮০ টাকা,বেদনা লিচু: ১০০টি ৫০০ টাকা, চায়না-৩ লিচু (সবচেয়ে চাহিদাসম্পন্ন): ১০০টি ৬০০–৭০০ টাকায়।

ট্রাংক রোডের ব্যবসায়ী মিজান জানান, প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার পিস লিচু বিক্রি হয়। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবারে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ থেকে ৮ হাজারে। গত বছরের তুলনায় এবার বিক্রি ভালো হচ্ছে।

আরেক ব্যবসায়ী ছোটন নিখাদ খবরকে বলেন, “সকাল থেকেই ক্রেতাদের ভিড় লেগেই থাকে। লিচুর মান ভালো হওয়ায় বিক্রিও বেশ ভালো হচ্ছে।”

লিচু কিনতে আসা একজন ক্রেতা, শরীফ বলেন, “মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য লিচু কিনতে এসেছি। দাম এখনও বেশি মনে হচ্ছে, তাই এখনো কেনা হয়নি।”

আরেক ক্রেতা জিহাদ জানান, “মাঝারি আকৃতির আঁটি লিচু নিয়েছি ১০০টি, দাম ৩০০ টাকা।”

ক্রেতা বেলাল বলেন, “ছেলেদের জন্য লিচু কিনতে এসেছি। দাম একটু বেশি হলেও মৌসুমি ফল তো, কিনতেই হবে। ১০০টি লিচু ৪০০ টাকায় কিনেছি।”

ফেনীর ফলপট্টি, অলিগলি ও শহরের বিভিন্ন মোড়ে এখন লিচুর বাজারে জমজমাট অবস্থা। বিক্রেতা-ক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে পুরো বাজার এলাকা। গরমে লিচুর চাহিদা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর রঙিন উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজধানীসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি

৩ মিনিট আগে

আলীকদম উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল এইটা। এ বিদ্যালয়ে শিক্ষক সংকট, জনবল সংকট আছে এইটা আমাকে জানানো হয়েছে। এখানে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকা, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আশা ব্যঞ্জক হয়নি

১৬ ঘণ্টা আগে

বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

১৭ ঘণ্টা আগে

দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি। শুধুমাত্র নাচ-গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয়। তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান

১৭ ঘণ্টা আগে