প্রান্তিক কৃষকের পাশে থেকে কাজ করার আহবান কৃষি ব্যাংকের

প্রতিনিধি
জামালপুর
আপডেট : ১৭ মে ২০২৫, ১১: ৩৯
Thumbnail image

প্রান্তিক কৃষকের পাশে থেকে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কিত এক দিনব্যাপী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) জামালপুর ও শেরপুর মুখ্য অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পৌর শহরের চালাপাড়া এলাকার সুইড ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক মো:ফাতেহ্ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ মো.আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘ব্যাংকের সার্বিক অগ্রগতির জন্য প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন। আমাদের দেশের কৃষিনির্ভর জনগোষ্ঠী অর্থাৎ কৃষকের পাশে দাঁড়ানোই এ ব্যাংকের মূল উদ্দেশ্য। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে শাখা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিবেদিত মনোভাব অতীব গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং কৃষকদের সেবাদানে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।’

এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি ব্যাংকের ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীব।

তিনি বলেন, ‘ব্যাংকের টেকসই উন্নয়নের জন্য সঠিক সময়ে ঋণ আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গ্রাহক পর্যায়ে নিয়মিত অনুসন্ধান ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। ঋণ বিতরণ যেমন প্রয়োজন, তেমনি তা আদায়ে কঠোর পরিশ্রম করতে হবে। যারা নিয়মিত ঋণ পরিশোধ করেন, তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করতে হবে।”

এ সভায় মুখ্য অঞ্চলের আওতাধীন বিভিন্ন শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক ও বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। তারা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে ব্যাংকের অগ্রগতির জন্য করণীয় বিষয়ে মতামত দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু করা হচ্ছে

২২ মিনিট আগে

ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

২ ঘণ্টা আগে

লালনসংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান তিনি। ১৯৯৩ সালে চল”িচত্র ‘অন্ধ প্রেম’-এ ব্যবহৃত তাঁর গাওয়া ‘নিন্দার কাঁটা’র জন্য পান জাতীয় চল”িচত্র পুরস্কার। ২০০৮ সালে জাপানের মর্যাদাপূর্ণ ফুকুওয়াকা পুরস্কারে ভূষিত হন। তবে পুরস্কার-সম্মান নয়, তাঁর কাছে আসল অর্জন ছিল মানুষের ভালোবাসা

১৬ ঘণ্টা আগে

এনআইসিইউতে ৩টি বেড খালি থাকায় ৩ নবজাতককে রাখা সম্ভব হয়েছে। ২ নবজাতের অবস্থা আশংকাজনক। এখানে বেড খালি হলে বাইরের হাসপাতালে যে নবজাতকদের নিয়ে রাখা হয়েছে তাদেরও এখানে নিয়ে আসা হবে

১৬ ঘণ্টা আগে