বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের রংপুর মহাসড়ক অবরোধ

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি সরকারের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর রংপুরের প্রবেশদ্বার মর্ডান মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘ঢাকা কেন্দ্রিক উন্নয়ন, মানি না মানবো না’, ‘লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকনে।

এতে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, শাহরিয়ার সোহাগ, রহমত আলী, মৌসুমী মৌসহ অন্যরা।

বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস বলেছিলেন রংপুর হবে এক নম্বর জেলা। অথচ এখনো বাজেটে আমাদের অবহেলা করা হচ্ছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়, সেখানে আমাদের মাস্টারপ্ল্যানই এখনো অনুমোদন পায়নি।

তারা আরও বলেন, আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে এ সরকার। অথচ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় ও আবু সাঈদে জেলা রংপুরের জন্য বিশেষ বরাদ্দ নেই। এ সরকার রক্তের সাথে বেঈমানি করেছে। হাসিনার আমলের মত এ সরকারও উত্তরবঙ্গের সাথে বৈষম্য করছে। এমন বৈষম্য চলতে থাকলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন ও উন্নয়নের লক্ষ্যে একটি আঞ্চলিক কমিশন গঠন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দুই দফা দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে উত্তরবঙ্গ ব্লকেড, ক্লাস-পরীক্ষা বর্জনসহ অসহযোগ আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) শহীদ আবু সাঈদ চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে ১ হাজার বিঘা মৎস্য ঘের জমি মালিকদের বকেয়া লিজের (হারি’র) টাকা পরিশোধ না করে ভূমিদস্যু জনৈক সাইদুর রহমান কর্তৃক সন্ত্রাসীদের দ্বারা ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ও মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১১ ঘণ্টা আগে

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি সরকারের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

১১ ঘণ্টা আগে

খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকাসহ জাতীয় পাটির(এ) নেতা মোশাররফ হোসেন জুয়েল(৩৫) গ্রেফতার হয়েছে।

১২ ঘণ্টা আগে

লালমনিরহাটে দুইটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে লাইনচ্যুত হয় দুইটি বগি। আহত বেশ কয়েকজন। তবে তাদের অবস্থা খুব গুরুতর নয় বলে জানা গেছে।

১৪ ঘণ্টা আগে