প্লাবন আতং‌কে এলাকাবাসী:

উপকূলীয় চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দেওয়ায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও চুনকুড়ি গ্রামসহ পার্শ্ববর্তী ১০ থেকে ১৫ টি গ্রামের হাজার হাজার মানুষ। স্থানীয়দের মা‌ঝে এ নিয়তে বিরাজ করছে প্লাবন আতংক।

শনিবার (২৬ এপ্রিল) মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের সিংহড়তলী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৬০ থেকে ৭০ মিটার অং‌শে ভয়াবহ ফাটল দেখা দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ তারা চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখতে পান।

সহায়-সম্পত্তির ক্ষতির আশংকায় তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন তারা। পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও বাঁধ মেরামতের কাজ করা হয়।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনসহ কয়েকজন জানান, শুষ্ক মৌসুমে বাঁধে ফাটলের ঘটনায় তাঁরা আতং‌কিত। এই স্থানে আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এ বিষয়ে অনেকবার স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এদিকে, উপকূলরক্ষা বেড়িবাঁধে ফাটল এলাকায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) প্রিন্স রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সিংহড়তলী এলাকার ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন ।

এসময় ইউএনও রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে।

তিনি এলাকাবাসীকে আতং‌কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা বলেন, চুনকুড়ি নদীর বেড়িবাঁধের ফাটল অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। আজ রবিবারের মধ্যে কাজ শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর কিশোরগঞ্জে রোববার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে গাজাসহ মাদক সম্রামী রুপালী বেগমকে (৩৫) যৌথবাহিনী গ্রেফতার করেছে।

৫ ঘণ্টা আগে

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।

৫ ঘণ্টা আগে

মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন

৮ ঘণ্টা আগে

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে

৮ ঘণ্টা আগে