‘আমি সেই হতভাগ্য পিতা, যার কাঁধে সন্তানের লাশ’

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে, ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিকালে নগরীর সপুরা গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। এ সময় তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

দাফনে অংশ নেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিক, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ।

এর আগে বিকাল সাড়ে ৪টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সেনা ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ হাজারো মানুষ।

জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। সেখানে বক্তব্য দেন তৌকিরের বাবা তহুরুল ইসলাম ও মামা মতিউর রহমান।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে তহুরুল ইসলাম বলেন, “আমি সেই হতভাগ্য পিতা, যে সন্তানের লাশ কাঁধে নিয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের সবার জন্য দোয়া চাই।”

দুপুর ৩টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তৌকিরের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। সেখান থেকে কিছু আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হয় নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরে তাদের ভাড়া বাসায়।

তৌকিরের মরদেহ পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। কিছু সময় বাসার সামনে রাখা হয় ফ্রিজিং অ্যাম্বুলেন্স। এরপর মরদেহ জানাজার জন্য নেওয়া হয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে।

সোমবার (২১ জুলাই) প্রশিক্ষণের শেষ ধাপে ‘সলো ফ্লাইট’ পরিচালনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ফরিদপুর সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া লায়েক মাতুব্বরের মেয়ে তাছলিমা বেগমের বিরুদ্ধে নকল ও জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে

১৮ মিনিট আগে

খুলনা মোংলা মহাসড়ক এখন মৃত্যুফাঁদের অপর নাম। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক, অপ্রশস্ত দুই লেন, আর নিয়ন্ত্রণহীন যানবাহন সব মিলিয়ে এ সড়কে সাধারণ মানুষের জীবন যেন হয়ে উঠেছে অনিশ্চিত।

১৪ ঘণ্টা আগে

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়।

১৫ ঘণ্টা আগে

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মহালছড়ি উপজেলা সফর করেছেন।

১৫ ঘণ্টা আগে