চিনি বিক্রি না হওয়ায় বেতন বন্ধ: কর্মীদের মানবেতর জীবন-যাপন

প্রতিনিধি
ঝিনাইদহ
Thumbnail image
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ও পুরনো শিল্পপ্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল এখন চরম আর্থিক সংকটে। মিলের গোডাউনে দুই হাজার ৮০০ মেট্রিক টন অবিক্রীত চিনি জমে রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা। দীর্ঘদিন চিনি বিক্রি না হওয়ায় দুই মাস ধরে মিলের ৩৫১ জন স্থায়ী কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

জানা যায়, মোবারকগঞ্জ সুগার মিলে বর্তমানে ৬৪৭ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কর্মরত। এর মধ্যে মৌসুমি শ্রমিক রয়েছেন ২৯৬ জন এবং স্থায়ী ৩৫১ জন। মৌসুম ব্যতীত সময়ে কেবল স্থায়ী শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে প্রায় এক কোটি টাকা প্রয়োজন হয়। আর মিল চালু থাকলে অর্থাৎ মৌসুমে সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা মেটাতে প্রয়োজন হয় এক কোটি ৮০ লাখ টাকা।

তবে মিলের গোডাউনে বিপুল পরিমাণ চিনি থাকলেও তা বিক্রি না হওয়ায় বর্তমানে মিল কর্তৃপক্ষ চরম আর্থিক চাপে রয়েছে। চিনি বিক্রি না হওয়ায় মিলের আয় বন্ধ হয়ে গেছে, ফলে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হচ্ছে না বলে জানায় মিল কর্তৃপক্ষ।

মোবারকগঞ্জ সুগার মিলের জেনারেল ম্যানেজার (প্রশাসন) মিজানুর রহমান বলেন, ‘বাজারে বর্তমানে খোলা সাদা চিনির দাম প্রতি কেজি ১১৫ টাকা। কিন্তু আমাদের উৎপাদিত চিনির দাম নির্ধারিত হয়েছে ১২৫ টাকা এবং প্যাকেট চিনির দাম ১৩০ টাকা।

ফলে আমাদের ডিলাররা চিনি উত্তোলনে আগ্রহ দেখাচ্ছেন না। মাসে একজন ডিলার ৫০০ কেজি করে চিনি উত্তোলন করার কথা থাকলেও বেশির ভাগ ডিলারই তা নিচ্ছেন না।’

মিলের কর্মচারী আব্দার রহমান বলেন, ‘চিনি বিক্রি না হওয়ায় আমাদের বেতন-ভাতা বন্ধ। এপ্রিল মাসের বেতন পেয়েছি মে মাসে। এরপর জুন মাসের বেতন এখনো বকেয়া, জুলাইও শেষের পথে।

পরিবার নিয়ে আমরা অমানবিক কষ্টে আছি।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। বিএনপির লালু মেম্বার ও যুবদল নেতা মোছাদ্দেক এর অনুসারীদের মধ্য এ সংঘর্ষ বাঁধে।

৫ ঘণ্টা আগে

ভোলার চরফ্যাশন উপজেলা চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতিসহ দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে অস্ত্রধারী আবুল হোসেন।

৬ ঘণ্টা আগে

মিয়ানমারের রাখাইনে চরম সংঘাতময় পরিস্থিতি চলছে। এ কারণে সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে অন্তত ৫০ হাজার রোহিঙ্গা। যেকোনও সময়ে তারা বাংলাদেশে ঢুকে পড়তে পারে-এমন আশঙ্কা করা হচ্ছে।

৭ ঘণ্টা আগে

রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

৭ ঘণ্টা আগে