ঈদের আগে বেতন মেলেনি, উৎকণ্ঠায় মুন্নু ফেব্রিকসের শ্রমিকেরা

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। এ সময়টায় অনেকেই পরিবারের সঙ্গে ঈদের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু মানিকগঞ্জের গিলন্ড এলাকায় অবস্থিত মুন্নু ফেব্রিকস লিমিটেডের শ্রমিকদের মুখে তেমন আনন্দ নেই। কারণ এখনো তাদের বেতন মেলেনি।

কারখানাটিতে বর্তমানে ৬৮৫ জন শ্রমিক কাজ করছেন। তাদের বেশিরভাগই অপেক্ষায় আছেন বেতনের টাকার জন্য। বোনাস দেওয়া হলেও বেতন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন সবাই।

প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. বাবুল হোসেন বলেন, ‘শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হয়েছে। তবে বেতন ঈদের পরে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা সাধারণত মাসের ২০ থেকে ২২ তারিখের মধ্যে বেতন দিই। এবার ঈদটা একটু আগে হওয়ায় বেতন দিতে পারিনি।’

বুধবার দুপুরে কারখানার একাধিক শ্রমিকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, প্রতিবছর ঈদের আগেই বেতন ও বোনাস একসঙ্গে দেওয়া হতো। এবার শুধু বোনাস দেওয়া হয়েছে। বেতন না পেয়ে তাঁরা বিপাকে পড়েছেন।

মুন্নু ফেব্রিকস লিমিটেডে রংপুর অঞ্চলের কয়েকজন শ্রমিক কাজ করেন। তারা বলেন, "বেতন না পাওয়ায় অনেকেই ঈদের বাজার করতে পারেননি। বাড়ি ফিরবেন কি না—সেই সিদ্ধান্তও নিতে পারছেন না।"

শ্রমিকদের দাবি, ঈদের আগেই যেন বেতন পরিশোধ করা হয়। তাহলে অন্তত পরিবার নিয়ে শান্তিতে ঈদ পালন করতে পারবেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা যায়, মানিকগঞ্জের সবগুলো শিল্পকারখানা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেছে। শুধু মুন্নু ফেব্রিকস লিমিটেড তার শ্রমিকদের বেতন পরিশোধ করেনি।

শ্রম অধিকারকর্মীরা বলছেন, বেতন ও উৎসব ভাতা ঈদের আগেই দেওয়া শ্রমিকদের ন্যায্য অধিকার। এটা আইনি বাধ্যবাধকতাও।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নিরাপদ কৃষিপন্য উৎপাদনে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ও কাঁচা নীম পাতা ,গুলচো, আমপাতা, কাঁচা হলুদ সেদ্ধ করে তৈরি করা হয় পরিবেশ বান্ধব বিশেষ বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেন

১৪ মিনিট আগে

বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন এবং চক্ষু অপারেশনের জন্য ১০০ রোগীকে নির্বাচন করেন। রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধপত্র প্রদান করা হয়

৩০ মিনিট আগে

নরসিংদীর সাংবাদিকরা সবসময় গণমানুষের কথা তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। নতুন কমিটির মাধ্যমে পেশাদার সাংবাদিকতার চর্চা আরও বিস্তৃত হবে এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে

১ ঘণ্টা আগে

আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

৩ ঘণ্টা আগে