বরিশাল
নিরাপত্তার অভাবে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। অনেক অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মেয়েদের সাথে স্কুলে আসা-যাওয়া করছেন। যেদিন অভিভাবকরা ছাত্রীদের সাথে আসেন না, সেইদিন অনেক ছাত্রী স্কুলে আসে না।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এমনটাই অভিযোগ করেছেন অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পূর্ব কাদিরাবাদ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তারের (১৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্কুল শিক্ষার্থীরা। উপজেলার জয়নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার (৩ আগস্ট) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সভায় জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানশিক্ষক মো. জাকির হোসেন, দক্ষিণ ঘোড়াবাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. রুস্তম আলী, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আলামিন প্রমুখ।
বক্তারা বলেন, মরিয়মের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির না হলে দেশে এ অপরাধ বেড়েই চলবে। এ ঘটনার পর অনেক ছাত্রী স্কুল আসা বন্ধ করে দিয়েছে। কারণ-অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মেয়েদের সাথে স্কুলে আসা-যাওয়া করছেন। যেদিন অভিভাবকরা ছাত্রীদের সাথে আসেন না, সেইদিন অনেক ছাত্রী স্কুলে আসে না। বক্তারা স্কুল ছাত্রী মরিয়মের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবির করেন।
হত্যাকাণ্ডের শিকার হওয়া মরিয়ম আক্তার পূর্ব কাদিরাবাদ গ্রামের মো. কবির হাওলাদারের মেয়ে। গত ৭ জুলাই স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মরিয়ম নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে পরেরদিন ৮ জুলাই কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন মরিয়মের বাবা। ২৫ জুলাই স্কুল ও বাড়ির যাতায়াতের রাস্তার পাশে ডোবার মধ্যে মরিয়মের স্কুল ব্যাগ ভেসে উঠে।
পরবর্তীতে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরিয়মের স্কুল ব্যাগ ও পায়ের একটি জুতাসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেন। এ ঘটনায় গত ২৬ জুলাই নিহত মরিয়মের বাবা অজ্ঞাতনামা আসামি করে কাজিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাজির হাট থানায় ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলেও ওসি উল্লেখ করেন।
এরপূর্বে একই দাবিতে গত ২৮ জুলাই পূর্ব কাদিরাবাদ বিদ্যালয় ও ভাংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মরিয়ম হত্যার বিচারের দাবিতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিরাপত্তার অভাবে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। অনেক অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মেয়েদের সাথে স্কুলে আসা-যাওয়া করছেন। যেদিন অভিভাবকরা ছাত্রীদের সাথে আসেন না, সেইদিন অনেক ছাত্রী স্কুলে আসে না।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এমনটাই অভিযোগ করেছেন অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পূর্ব কাদিরাবাদ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তারের (১৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্কুল শিক্ষার্থীরা। উপজেলার জয়নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার (৩ আগস্ট) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সভায় জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানশিক্ষক মো. জাকির হোসেন, দক্ষিণ ঘোড়াবাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. রুস্তম আলী, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আলামিন প্রমুখ।
বক্তারা বলেন, মরিয়মের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির না হলে দেশে এ অপরাধ বেড়েই চলবে। এ ঘটনার পর অনেক ছাত্রী স্কুল আসা বন্ধ করে দিয়েছে। কারণ-অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মেয়েদের সাথে স্কুলে আসা-যাওয়া করছেন। যেদিন অভিভাবকরা ছাত্রীদের সাথে আসেন না, সেইদিন অনেক ছাত্রী স্কুলে আসে না। বক্তারা স্কুল ছাত্রী মরিয়মের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবির করেন।
হত্যাকাণ্ডের শিকার হওয়া মরিয়ম আক্তার পূর্ব কাদিরাবাদ গ্রামের মো. কবির হাওলাদারের মেয়ে। গত ৭ জুলাই স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মরিয়ম নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে পরেরদিন ৮ জুলাই কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন মরিয়মের বাবা। ২৫ জুলাই স্কুল ও বাড়ির যাতায়াতের রাস্তার পাশে ডোবার মধ্যে মরিয়মের স্কুল ব্যাগ ভেসে উঠে।
পরবর্তীতে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরিয়মের স্কুল ব্যাগ ও পায়ের একটি জুতাসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেন। এ ঘটনায় গত ২৬ জুলাই নিহত মরিয়মের বাবা অজ্ঞাতনামা আসামি করে কাজিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাজির হাট থানায় ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলেও ওসি উল্লেখ করেন।
এরপূর্বে একই দাবিতে গত ২৮ জুলাই পূর্ব কাদিরাবাদ বিদ্যালয় ও ভাংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মরিয়ম হত্যার বিচারের দাবিতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।
১৩ ঘণ্টা আগেপঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
১৪ ঘণ্টা আগেজামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উসকানি দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়
১৬ ঘণ্টা আগেরেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশে যেখানে আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের একজন দায়িত্বশীল ওসি সাহেবের প্রত্যক্ষ ইন্ধনে সাবেক স্ত্রীর দ্বারা বে-আইনিভাবে নির্যাতনের শিকার হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি
১৭ ঘণ্টা আগেটাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।
পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উসকানি দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়
রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশে যেখানে আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের একজন দায়িত্বশীল ওসি সাহেবের প্রত্যক্ষ ইন্ধনে সাবেক স্ত্রীর দ্বারা বে-আইনিভাবে নির্যাতনের শিকার হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি