ঐতিহ্য হারাচ্ছে নীলফামারীর ঐতিহাসিক রাজারবাড়ী ‘হরিশ্চন্দ্রপাঠ’

প্রতিনিধি
নীলফামারী
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৩: ৪৩
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারী ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্র রাজার বাড়ি সংস্কার আর সংরক্ষণের অভাবে ঐতিহ্য হারাচ্ছে। স্থানীয়ভাবে এটি ‘হরিশ্চন্দ্রপাঠ’ নামে পরিচিত।

পৌনে দুই বিঘা জমির ওপর অবস্থিত রাজবাড়ির ধ্বংসাবশেষ মাটির ওপরে দৃশ্যমান। ঢিবির মাঝে পাঁচটি বিশাল কালো পাথর ঘেরা স্থানে এক সময় রাজবাড়ির মূল কাঠামো ছিল। জনশ্রুতি আছে, প্রাচীনকালের এই স্থাপত্যটি অলৌকিকভাবে এক রাতেই মাটির নিচে দেবে যায়।

জানা যায়, ব্রিটিশ আমলে এই রাজবাড়িতে বিচার কাজ, পুঁথিপাঠ, এবং পূজা-পার্বণ ধর্মীয় আচার অনুষ্ঠিত হত। বাড়িটির নামানুসারে পুরো গ্রামের নাম হয় ‘হরিশ্চন্দ্র পাঠ’।

সাবেক ইউপি সদস্য অতুল রায় বলেন, ‘এই ঢিবির উচ্চতা আগে ছিল ৪০ থেকে ৪৫ ফুট। সময়ের সঙ্গে তা কমে এখন ১০-১২ ফুট হয়েছে। পাথরের কিছু অংশ মাঝে মাটির ওপরে ভেসে ওঠে।’

প্রতিবছর ১লা ফাল্গুনে এখানে শিবরাত্রি মেলা বসে। মেলায় স্থনীয় পণ্যের বৈচিত্র সমাহার দেখা যায়। পাওয়া যায় গুড়ের জিলাপি, চিনির বাতাসা, তেলপিঠা, কাচের ও মাটির তৈজসপত্র, কাঠের আসবাবপত্র ও খেলনা। সরেজমিনে দেখা যায়, একটি টিনশেড মন্দির ও রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ এখনো টিকে আছে। সেই আমলের একটি বিশাল বটগাছও রয়েছে, যেখানে আগে অসংখ্য হরিতাল পাখির কলতান ছিল। এখন আর কলতানে মূখরিত নয় স্থনটি।

জনশ্রুতি রয়েছে, ব্রিটিশ আমলে এটি খোড়ার সময় একটি কক্ষের দরজার সন্ধান পাওয়া যায়। আটজন শ্রমিক সেই দরজা দিয়ে ঢুকলে হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় এবং পরে আর সেটি খোলা যায়নি। এরপর থেকে আর সংস্কার হয়নি।

স্থানীয় বাসিন্দা নগেন্দ্র রায় (৭০) বলেন, ‘আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কেউ এই জায়গা থেকে কিছু নিয়ে গেলে রক্তপাত হয়ে মারা যায়। তাই এলাকাটি অলৌকিক বলে মনে করা হয়।’১৯৯৮ সালে জেলা প্রাসনের উদ্যোগে এটি পুরাকীর্তি এলাকা হিসেবে ঘোষণা করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। তবে এরপর থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘এইএলাকাকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ‘জেলায় অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। আমরা প্রত্মতাত্মিক বিভাগের সঙ্গে সমন্বয় করে সংরক্ষণের উদ্যোগ নিচ্ছি।’

উল্লেখ্য, জেলায় আরও কয়েকটি পুরাকীর্তি রয়েছে ভীমের মায়ের চুলা, পাল রাজার বাড়ি, বাহালী পাড়া জমিদার বাড়ি, টুপামারী কাছারিবাড়ি, বিন্না দিঘি (নীলসাগর), নীলকুঠি ও দূর্বাছড়ি গ্রামের মোগল আমলের স্থাপত্য ও ভেরভেরীর চাঁন খোসালের মসজিদ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব গ্রামের ক্যানেলে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা উভয় আপন চাচাতো ভাই। অন্যদিকে নীলফামারী সদরের কচুকাটা বন্দর পাড়া এলাকায় বালুর ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

১ ঘণ্টা আগে

ত্রাণের বিতরণকৃত ১২ শত প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও হাফ কেজি গুড় বিতরণ করেছি

২ ঘণ্টা আগে

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। স্কাউটিং শুধু শৃঙ্খলা নয়, নৈতিকতা, নেতৃত্ব এবং মানবিকতার শিক্ষাও প্রদান করে। আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

২ ঘণ্টা আগে

দুপুর সাড়ে ১২টার সময় পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়

৩ ঘণ্টা আগে