নীলফামারীতে জুলাই অভ্যূত্থানে শহিদ রুবেল ও শহিদ নাঈমের কবরে শ্রদ্ধা জ্ঞাপন

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি : প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ সকালে নীলফামারীতে জুলাই আন্দোলনের শহিদ রুবেল ও নাঈমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। নীলফামারী জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন পক্ষ থেকে এই শ্রদ্ধার্ঘ দেয়া হয়। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নীলফামারী শহরের ধোপাডাঙ্গা এলাকায় শহিদ রুবেলের গ্রামের বাড়িতে তাঁর কবরে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘নীলফামারীর শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তাই শহিদ রুবেলের কবরেই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনে নীলফামারীর ৪ জন সন্তান শহিদ হন। তাদের সম্মানে জেলার ৪টি সড়কের নাম তাদের নামে নামকরণ করা হচ্ছে, যা শহিদ পরিবারের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে। নীলফামারীতে ৪ জন শহিদ হয়েছিলেন, তাদের মধ্যে ৩ জনের কবর এই জেলায় অবস্থিত। এর মধ্যে শহিদ রুবেলের কবর সংরক্ষণ করা হয়েছে, বাকি দুইজনের কবর সংরক্ষণের কাজ চলমান রয়েছে।’

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি মধ্যপাড়ায় শহিদ নাঈম বাবু’র সমাধিস্থলে উপজেলা প্রশাসন পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, দি রেড জুলাইয়ের উপজেলা সমন্বয়ক মোতালেব হোসেন প্রমুখ। এছাড়া বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, দি রেড জুলাই, প্রেস ক্লাবসহ সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। পরে শহিদ নাঈম বাবু’র পরিবারকে উপজেলা প্রশাসনের তরফ হতে শুভেচ্ছা উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।

উল্লেখ্য, বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখার স্বপ্নে ৪ আগস্ট ২০২৪ বিকেলে ঢাকার বাইপালের আশুলিয়ায় বন্ধুদের সাথে আন্দোলনে রাস্তায় নেমেছিলেন পোশাক কারখানার শ্রমিক নাঈম বাবু (১৮)। ৫ আগস্ট গভীর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জের রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি মধ্যপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে ৬ আগস্ট ২০২৪ তাকে দাফন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।

৯ ঘণ্টা আগে

পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

১০ ঘণ্টা আগে

জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উসকানি দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়

১২ ঘণ্টা আগে

রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশে যেখানে আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের একজন দায়িত্বশীল ওসি সাহেবের প্রত্যক্ষ ইন্ধনে সাবেক স্ত্রীর দ্বারা বে-আইনিভাবে নির্যাতনের শিকার হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি

১৩ ঘণ্টা আগে