পঞ্চগড়ে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান্ট শীর্ষক কর্মশালা

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রিজিলিয়ান্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় বোদা পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক এক কর্মশালা বোদা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ রবিউল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তরপশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

এই প্রকল্পের মাধ্যমে নগর পরিষেবা সমূহ উন্নয়ন প্রকল্প এলাকার নাগরিকদের জীবনমান উন্নত এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা টেকসই নগর উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য মৌলিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উষ্ণ নগর অবকাঠামো নির্মিত হবে। এর ফলে পৌরসভা ও সিটি কর্পোরেশনে বসবাসরত দুই কোটি ১ লক্ষ মানুষ উপকৃত হবেন যার অর্ধেক নারী।

প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়ক বাতি উন্নয়ন, ড্রেন নির্মান, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপার মার্কেট নির্মাণ, পৌর ভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক নির্মাণ করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত জলবায়ু সহনশীল নগর পরিষেবা ও নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

কর্মশালায়৷ বোদা পৌরসভা এলাকায় নাগরিক সুবিধা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করা হয়।

কর্মশালায় বোদা টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ, মোঃ নুরুল আমিন তালুকদার, নগর পরিকল্পনাকারী মোঃ সাইফুর রহমান ও জুবাইদা পারভীন পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, আর্কিটেক আজমিরা আক্তার, জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পর্যটকদের সুন্দরবনে ভ্রমণের জন্য ভাড়া করা হয় নৌকা, ট্রলার। এসব নৌযানে কর্মরত শত শত শ্রমিকের আয় নির্ভর করে সুন্দরবন ভ্রমণ করতে আসা পর্যটকদের ওপর। কিন্তু সাম্প্রতিক সময়ে সুন্দরবনে পর্যটক না আসায় ট্রলারগুলো অলস পড়ে আছে। আয় না থাকায় শ্রমিকরা পড়েছেন হতাশায়

২ ঘণ্টা আগে

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাসেম ক্যাম্পাসের উন্নয়নের নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমাল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত অর্থ হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর ও গোপন করার মাধ্যমে আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে

২ ঘণ্টা আগে

ট্রেনটি যখন সিগনালের কাছাকাছি পৌঁছে, তখন বিকট শব্দে একে একে ছয়টি বগি রেললাইন থেকে ছিটকে যায়। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি

২ ঘণ্টা আগে

কনফারেন্সে এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ২৪০ জন চিকিৎসক অংশগ্রহণ করবেন। চিকিৎসা বিজ্ঞানে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ সম্মেলন চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি

২ ঘণ্টা আগে