ফেনী সংবাদ পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফেনী থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত, পাঠক নন্দিত সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) শহরের একটি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ।

সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তাফা মুহিতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক এস এম মাছুম বিল্লাহ। জুলাই শহিদ শ্রাবণের গর্বিত পিতা নেছার আহমেদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—

জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মোজাফফর আহমদ জাফরী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে.এম আব্দুর রহীম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন,জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্যাহ মানিক,গণ অধিকার পরিষদ জেলা সদস্য সচিব রেজাউল করিম সুজন, শহর শিবিরের সভাপতি ওমর ফারুক, জেলা শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম মোফাচ্ছেরুল হক খন্দকারের বড় ছেলে শওকত ইমরান, জেলা শিক্ষক সমিতির সভাপতি শামসুল হুদা চৌধুরী, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম একরামুল হক ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ ফারুক হারুন, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজুল্ল্যাহ, এবি পার্টির জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, দৈনিক ফেনী'র সম্পাদক আরিফুল আমিন রেজবী, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলমসহ জেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পত্রিকাটির ৩৪ বছরের পথচলার স্মৃতিচারণ, পাঠক ও লেখকদের অবদান তুলে ধরা হয়। দীর্ঘ যাত্রায় পত্রিকাটি ফেনীসহ সারাদেশে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের ভালোবাসা অর্জন করেছে বলে বক্তারা উল্লেখ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

৪ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

৪ ঘণ্টা আগে

টাঙ্গাইলে সদ্য নিয়োগ পাওয়া আদালতের সরকারি আইন কর্মকর্তা (জিপি) বজলুর রহমান মিয়াকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা।

৪ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ঘণ্টা আগে