বেরোবির শিক্ষক মাহমুদুল হক জামিনে মুক্ত

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুরে জুলাই আন্দোলনে হার্ট অ্যাটাকে মৃত্যুর দশ মাস পর দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মাহমুদুল হকের (৪৬) জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২২ জুন) বিকেলে যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-১ (অতিঃ দায়িত্ব মহানগর দায়রা জজ) এর বিচারক মার্জিয়া খাতুন শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

পরে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান। মাহমুদুল হকের আইনজীবী রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ (হাজীরহাট আমলি আদালত)-এর বিচারক সোয়েবুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে তাদের বক্তব্য শুনে মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক।

এ সময় আদালত চত্বরে জড়ো হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রেফতারের প্রতিবাদে জানিয়ে মাহমুদুল হককে মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানান এই মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দেন।

মাহমুদুল হকের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, আমরা সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাহমুদুল হকের জামিনের আবেদন জানাই। আদালত আমাদের বক্তব্য শুনে পরবর্তী শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেন। পরে বিকেলে মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন জানানো হয়।

শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে মামলার পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দিয়েছেন বিচারক।

রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গত বছরের ২ আগস্ট মুদি দোকানি ছমেস উদ্দিনের (৬৫) মৃত্যুর ১০ মাস পর গত ৩ জুন হাজির হাট থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আমেনা বেগম।

মামলায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ৫৪ নম্বর আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হককে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে নগরীর ধাপ এলাকার নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত ছমেস উদ্দিন নগরীর ১২ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়ার এলাকার বাসিন্দা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসহ পাহাড়ে মানুষের জীবনমান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে

৬ মিনিট আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৬ জন শিক্ষার্থী বিভিন্ন পদে জয়লাভ করেছেন। এ বিজয়ে গর্বিত সাতক্ষীরাবাসী

৩৪ মিনিট আগে

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসেও একই ইঙ্গিত মিলেছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে

৪২ মিনিট আগে

সকল ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো বোট মালিক ও চালকদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সরকারি পরিচালক রিয়াদ। তার এ সকল দুর্নীতির তদন্ত করে বিচারের পাশাপাশি তাকে দ্রুত ভোলা থেকে বদলি না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবেন

১ ঘণ্টা আগে