ভালুকায় ৪০ লাখ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রতিনিধি
ভালুকা, ময়মনসিংহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় জমিতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন সময়ে পর্যায় ক্রমে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চারশতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গাছের মালিকপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আরবাব গ্রুপের মালিক আরবাব হোসেন, এম এম আজমত হোসেন ও এম এম আদনান হোসেন ভালুকা উপজেলার কালতামারী মৌজায় ওই এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে ৩৪ টি দলিলে মোট ২১ একর ২৯ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগদখলে আছেন এবং নামজারি ও সরকারি ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত ২৭ জুলাই রাতে ওই প্রজেক্ট ম্যানেজার মো. আবু সাঈদ ফকির সুহিন জমি তদারকি করতে গেলে দেখতে পান, অভিযুক্ত মো. আবুল হোসেন ফকির, মো. কামরুল ইসলাম ফকির, মো. আবুল হাসান ফকির, মো. জহিরুল ওরফে ফকরুল ইসলাম ফকির, মো. বাহারুল ইসলাম ফকির, মো. আক্কাছ আলী ও মিলন মিয়াসহ আর ও ১০-১২ জন ধারালো অস্ত্র ও ইলেকট্রিক করাত নিয়ে গাছ কাটছেন।

ম্যানেজার বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং পরে মারধর করে একটি ঘরে অবরুদ্ধ করা হয়। অভিযুক্তরা এরপর প্রায় ৪০০টি গাছ কেটে লড়িতে করে নিয়ে যায়। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে দাবি করেন বাদী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রজেক্ট ম্যানেজার আবু সাঈদ ফকির সুহিন বলেন, ‘আমি বাধা দিতে গেলে আমাকে অবরুদ্ধ করে তারা গাছগুলো কেটে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে আমি ফোনে জমির মালিকদের জানাই। যারা গাছগুলো কেটে নিয়েছে তারাই জমি বিক্রি করেছে। এখন তারা আবার টাকা পয়সার জন্য এসব করছে। এই জমি নিয়ে বেশ কয়েকটি সালিশ দরবার হয়েছে। সবগুলো সালিশ দরবারেই তারা হেরেছে। এখন তারা অন্যায় ভাবে গাছগুলো কেটে নিলো।’

এ বিষয়ে আরবাব গ্রুপের উপ-ব্যাবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘বহুদিন ধরে এই জমি নিয়ে বিবাদীরা আমাদের হয়রানি করে আসছে। এর আগেও একাধিকবার গাছ কেটে নিয়েছে। আগের ঘটনায় থানায় মামলা চলমান রয়েছে। ২০২১ সালের ১৯ মে একটি স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দিয়েছিলো যে তারা আমাদের আর কোন হয়রানি বা ক্ষতি করবেনা। তারপরও এবার আবার বড় ধরনের ক্ষতি করে গেলো। বিবাদীরাই আমাদের কাছে জমি বিক্রি করেছেন অথচ তারাই অন্যায় ভাবে আমাদের হয়রানি করছে। আমরা কোথাও সঠিক বিচার পাচ্ছিনা’

এ বিষয়ে বিবাদীরা জানান আমরা আরবাব গ্রুপের কাছে ছয় একর জমি বিক্রি করেছি আমরা আমাদের জায়গা থেকে কাছ কেটেছি মূলত তারা আমাদের জমি জবর দখল করে নেওয়ার চেষ্টা করছে এবং আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে প্রায় সোয়া ৮ টাকায় ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

১৩ মিনিট আগে

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১আগস্ট) সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

২০ মিনিট আগে

ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রাইভেট কারটি।

৩ ঘণ্টা আগে

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।

১৬ ঘণ্টা আগে