পাহাড়ের কৃতি শিক্ষার্থীদের দেওয়া হলো সংবর্ধনা মহালছড়িতে

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৬: ২২
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে ২০২২-২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হয়েছে কৃতি সংবর্ধনা ও পুরস্কার ।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১:০০ ঘটিকায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন(এসইডিপি) সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুইহ্লা অং রাখাইন (পিপলু) এর সঞ্চালনায়, প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা সরকারি-বেসরকারি বিদ্যালয় গুলোতে শিক্ষার গুণগত মাস নিশ্চিত করতে ‘ পারফরমেন্স বেঞ্জ’ প্রকল্প বিশেষ ভূমিকা রাখায় তাদের ধন্যবাদ প্রদান করেন সেই সাথে আজকের পুরস্কারের কৃতি শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি পাচ্ছে বলে মনে করেন। অতিথিদের দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে এরা দেশের কল্যাণে অবদান রাখবে।

বক্তারা আরো বলেন ,শিক্ষার্থীরা যেন এসব পুরস্কারকে অনুপ্রেরণা হিসেবে ধরে আরো শ্রেষ্ঠ ফলাফল উপহার দেয় এটাই আমাদের কাম্য। শিক্ষক অভিভাবকদের সহযোগিতায় পার্বত্য অঞ্চলে শিক্ষার উন্নয়ন অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত, শিক্ষার মানকে গুরুত্ব সহকারে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অতিব জরুরী।পাশাপাশি তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের শূন্য পদের জন্য দুঃক্ষ প্রকাশ করেন, কিভাবে দ্রুত এই সংকট নিরসন করা যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন, উপজেলার পাশের হার বাড়ানো যায় সে জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলো তুলে ধরেন। সেই সাথে শিক্ষার মানকে আরো বেশি মান সম্মত করতে শিক্ষক ,শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিকদের এগিয়ে আসতে সম্মলিত ভাবে কাজের জন্য আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার বিনয় জ্যোতি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি দীপক সেন সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী এবং প্রিন্ট ও মিডিয়াকর্মীবৃন্দ।

অনুষ্টান শেষে অতিথিবৃন্দ ২০২২-২০২৩ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট,অর্থমূল্য সম্মামনা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খালের পানিতে ডুবে নিখোঁজের চার ঘন্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী নামক এলাকায়।

৬ ঘণ্টা আগে

অবরোধের কারণে খুলনা-ঢাকা মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজারো যানবাহন ও যাত্রীরা।

৭ ঘণ্টা আগে

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড থেকে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

৭ ঘণ্টা আগে

মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন,খবর পেয়ে কুয়াকাটা পৌরসভার আবাসিক এলাকার থেকে পদ্ম গোখরা বিষধর সাপ উদ্ধার করা হয়।

৮ ঘণ্টা আগে