বরিশাল প্যাডেল রিকশা শ্রমিকদের মানববন্ধন

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশাল নগরীর ব্যস্ততম প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।

আজ সোমবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালন করেছেন প্যাডেল চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

প্যাডেল চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ধলু মিয়া বলেন, সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের ওপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের নিষেধাজ্ঞা থাকলে তা মানা হচ্ছেনা।

বরং সদর রোডসহ সর্বত্র অবাধে লাইসেন্সবিহীন এসব রিকশা চলাচল করছে।

সাধারণ সম্পাদক চাঁন মিয়া বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল-বরিশাল মহানগরের সদর রোড, লাইন রোড, কাটপট্টি রোড, গির্জা মহল্লা রোড, চকবাজার রোড ও কাকলির মোড় থেকে সিটি করপোরেশনসহ ব্যস্ততম সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে।

সহ-সাধারণ সম্পাদক আবু কালাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশার কারণে প্যাডেল বা পায়ে চালিত সিটি করপোরেশনের লাইসেন্সযুক্ত রিকশা চালকদের অনেক অসুবিধা হচ্ছে। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশার কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

নেতৃবৃন্দরা আরও বলেন, ঢাকাসহ অন্যান্য শহরের প্রধান সড়কগুলোতে এসব রিকশা চলাচল বন্ধ থাকলেও বরিশালে দিনে দিনে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্নস্থানে নিষিদ্ধ হলেই সেই ব্যাটারি চালিত অটোরিকশা বরিশাল শহরে নিয়ে এসে চালনা করা হচ্ছে।

তাই অবিলম্বে বরিশালের পাঁচটি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৬ জন শিক্ষার্থী বিভিন্ন পদে জয়লাভ করেছেন। এ বিজয়ে গর্বিত সাতক্ষীরাবাসী

২৮ মিনিট আগে

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসেও একই ইঙ্গিত মিলেছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে

৩৬ মিনিট আগে

সকল ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো বোট মালিক ও চালকদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সরকারি পরিচালক রিয়াদ। তার এ সকল দুর্নীতির তদন্ত করে বিচারের পাশাপাশি তাকে দ্রুত ভোলা থেকে বদলি না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবেন

১ ঘণ্টা আগে

নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

১ ঘণ্টা আগে