দীঘিনালায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডি ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুতের ভয়াবহ শেডিং, অতিরিক্ত বিল, ঘুষ-দুর্নীতি ও বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুর ২টায় দীঘিনালা সরকারি কলেজ গেইট এলাকায় বৃষ্টির মধ্যেও শতাধিক সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

“ভুক্তভোগী সর্বস্তরের জনতা” ব্যানারে আয়োজিত কর্মসূচির সভাপতিত্ব করেন জাহেদুল ইসলাম জাহিদ। এতে বক্তব্য দেন বাস স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন, আল-আমিন হাওলাদার, আশরাফুল ইসলাম, মোবারক হোসেন মহিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীঘিনালায় বিদ্যুৎ সরবরাহের অবস্থা অত্যন্ত নাজুক। প্রতিনিয়ত লোডশেডিং, ভুতুড়ে ও অতিরিক্ত বিল, ঘুষের বিনিময়ে বিদ্যুৎ সংযোগ, মিটার পরিবর্তন কিংবা মেরামতের কাজ চালানো হয়। এতে সাধারণ গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

তারা অভিযোগ করেন, বিদ্যুৎ অফিসের একাংশ কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারণে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত। জনবল ও পরিবহণ সংকট, জরুরি সেবা দেওয়ার মতো হেল্পলাইন না থাকা, এবং গ্রাহকের অভিযোগ শুনানির কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় সমস্যা আরও প্রকট হয়েছে।

বক্তারা আরও বলেন, শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকলেও উপজেলার অন্যান্য এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় তীব্র বৈষম্য তৈরি হয়েছে। এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না।

সমাবেশে বিদ্যুৎ সেবার মানন্নোয়ন ও দুর্নীতি বন্ধে ১২ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে: দীঘিনালায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, ট্রান্সফরমার সমস্যার সমাধান, মিটারের রিডিং অনুযায়ী সঠিক বিল প্রদান, দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, মেরুং ফিডারে বৈষম্য দূরীকরণ, লো-ভোল্টেজ সমস্যার সমাধান, জনবল ও পরিবহণ বৃদ্ধি, অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে লাইন মেরামত বন্ধ, অগ্রিম বিল ফেরত প্রদান, জরুরি হেল্পলাইন চালু, অভিযোগ গ্রহণ ও নিয়মিত শুনানির ব্যবস্থা এবং সকল গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহে সমতা বজায় রাখা।

আয়োজকরা জানিয়েছেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আলীকদম উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল এইটা। এ বিদ্যালয়ে শিক্ষক সংকট, জনবল সংকট আছে এইটা আমাকে জানানো হয়েছে। এখানে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকা, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আশা ব্যঞ্জক হয়নি

৯ ঘণ্টা আগে

বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

৯ ঘণ্টা আগে

দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি। শুধুমাত্র নাচ-গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয়। তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান

১০ ঘণ্টা আগে

শুক্রবার দিনগত রাতে আমিনুল তার ঘরের বাইরে খোলা জায়গায় প্রস্রাব করতে গেলে একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। সাপের ছোবলের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করা হয়

১১ ঘণ্টা আগে