প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক

চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
Thumbnail image
ছবি: সংগৃহীত

চাঁদা আদায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় চালকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা থেকে কসবার দুটি অটোরিকশা স্ট্যান্ডের ইজারা দেওয়া হয়। ইজারাদাররা প্রতিটি অটোরিকশা থেকে ১৫ টাকা করে আদায় করেন। গত বছর থেকে এর বিরোধিতা করে আসছে অটোরিকশা চালকেরা। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠকও হয়েছে।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে ঘোষণা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক অবরোধ অটোরিকশা চালকরা। এতে করে কসবা-নয়নপুর ও কসবা-কুটি চৌমহনী সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সড়কটি ব্যবহারকারীরা। এ সময় অটোরিকশা চালকেরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। চাঁদা বন্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

খবর পেয়ে কসবা থানার এসআই সোহেল শিকদার ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। তবে অটোরিকশা চালকদের বাধায় তিনি তা পারেননি।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কসবা পৌরসভার প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলাম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. শিবলী নোমানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে দীর্ঘ সময় আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফা বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কসবা পৌরসভার প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলাম বলেন, ‘যথাযথ নিয়ম অনুযায়ী স্ট্যান্ড ইজারা দেওয়া হয়েছে। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিদিষ্ট স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও থেকে জীপির নামে চাঁদা তুলতে পারবে না।’

অটোরিকশা চালক লিটন মিয়া বলেন, ‘জীপির নামে আমাদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এ চাঁদা না দিলেই রিকশার চাবি নিয়ে যাওয়া হয়। করা হয় মারধরও। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে প্রতিকার না পেয়ে আন্দোলনে নেমেছি। প্রশাসনের পক্ষ থেকে জীপির টাকা বন্ধ করে দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ স্থগিত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর অপতৎপরতা স্থবির হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন শিল্প। ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন,সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযাসহ প্রত্যাশী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

৯ ঘণ্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১১ ঘণ্টা আগে

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১১ ঘণ্টা আগে