মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

"এসো মাদক পরিহার করি, দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী।

এসময় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা মিজানুর রহমান, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মাদকের কুফল থেকে যুব সমাজসহ সব শ্রেণি পেশার মানুষকে দূরে রাখতে ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগাতে হবে। হতাশা, বেকারত্ব সমস্যা, খারাপ বন্ধুত্ব মাদকের দিকে ধাবিত করে। পাশাপাশি সচেতনতা তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। পাশাপাশি অবৈধ পাচার বিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।

পরে দিবসটি উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রোগীবাহি অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে দেওয়া হয়নি কোনো ধরনের যানবাহন। পাবলিক ট্রান্সপোর্ট না থাকার কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। কখনও পায়ে হেঁটে কখনও ভ্যান রিক্সায় তাদেরকে দূর দূরান্তে পৌঁছাতে হচ্ছে

১২ মিনিট আগে

টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমিভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যে কোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়

৩১ মিনিট আগে

যাত্রীদের ভোগান্তির দিকে লক্ষ্য করে আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছি। দাবি একটাই, গেজেট বাতিল করে আমাদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা দুই ইউনিয়নবাসী ঘরে ফিরে যাব না

১ ঘণ্টা আগে

২০২২ সালে মহালয়ার দিন উপজেলার মারিয়া আউলিয়া ঘাটে নৌকা যোগে করোতোয়া নদী পার হয়ে শ্রী শ্রী বরদেশ্বরী মন্দির যাওয়ার সময় দেশের ইতিহাসে স্মরণীয় নৌকাডুবিতে ৭২ জন মানুষের মৃত্যু ঘটে

১ ঘণ্টা আগে