বিদ্যালয় উদ্বোধন ও দুর্যোগ মোকাবিলায় নৌযান হস্তান্তর করলেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবিঃপ্রতিনিধি

খাগড়াছড়ির ভাইবোনছড়ার দুর্গম ৭নং প্রকল্প গ্রামে ৩৫ লাখ টাকার জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত রাধামন কলক কালেক্টর উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন ও বন্যাসহ দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কাছে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় ত্রাণবাহী ২টি নৌযান হস্তান্তর করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। রবিবার(৬ জুলাই) পৃথক অনুষ্ঠানে মাধ্যমে তিনি এ উদ্বোধন ও হস্তান্তর করেন।

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার ৭নং প্রকল্প এলাকাটি মূলত পাহাড়ি অধ্যুষিত। এখানে গ্রামসহ ১৬ টি গ্রামের আশেপাশে প্রায় ১২ কিলোমিটারের . মধ্যে কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক পাশ করার পর অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ে। এ ঝড়ে পড়া রোধ করতে সম্প্রতি খাগড়াছড়ি জেলা প্রশাসন ৩৫ লাখ ব্যয়ে ৭নং প্রকল্প গ্রামে পাঁচ একর জমির উপর একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করেন।

ছবিঃপ্রতিনিধি
ছবিঃপ্রতিনিধি

শিক্ষক নিয়োগসহ যাবতীয় কার্যক্রম শেষে আগামী ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু হবে জানিয়েছেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এমন দুর্গম এলাকায় মাধ্যমিক বিদ্যালয় নির্মিত হওয়ায় এতে খুশি স্থানীয়রা।

প্রতিবছর বন্যা খাগড়াছড়ি শহর পানির নিচে তলিয়ে যায়। ঘটে প্রাণহানি ও ক্ষতি হয় সম্পদের। এমনি প্রেক্ষাপটে জেলাবাসীর দাবি ছিল নৌযানের। জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় ত্রাণবাহী ২টি নৌযান হস্তান্তর করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজান উদ্দিন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সুজন চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১ দিন আগে

এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।

১ দিন আগে

বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

২ দিন আগে

ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।

২ দিন আগে