ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন

তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি

প্রতিনিধি
ঝিনাইদহ
Thumbnail image

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় খুনোখুনির ঘটনা বাড়ছে। সম্প্রতি জেলার ছয় উপজেলায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে রাজনৈতিক কর্মীকে হত্যা করা হচ্ছে। সন্ত্রাসীদের বিরোধেও পড়ছে লাশ। আবার স্বজনের রক্তে রঞ্জিত হচ্ছে আপনজনের হাত। বন্ধুর হাতে বন্ধু ও পরকীয়া প্রেমিকের হাতেও খুনের ঘটনা ঘটছে অহরহ।

রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সেই সঙ্গে পারিবারিক কলহ-বিরোধের জেরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এতে করে জনজীবনে নিরাপত্তাহীনতা বাড়ছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার কারণে হত্যাকাণ্ডের মতো ভয়ংকর অপরাধ

বেড়েছে। আইনের কঠোর প্রয়োগ না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তুচ্ছ ঘটনায় যাচ্ছে মানুষের জীবন । এ জন্য সামাজিক অবক্ষয়কে দায়ী করছেন তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, পারিবারিক ও সামাজিক বিরোধসহ নানা রকম অস্থিরতার কারণে সম্প্রতি হত্যার ঘটনা বেড়েছে। প্রশাসন হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটনেও কাজ করছে।

জানা গেছে, গত ৩০ মে বিকেলে জেলা শহরের ব্যাপারীপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার একপর্যায়ে বাক-বিতণ্ডা হয় জীবন হোসেন নামের এক যুবকের। সে সময়

প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয় ওই যুবককে। গত ২৮ মে কালীগঞ্জের মালিয়াট

গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে নায়েব আলী মোল্লা নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়। গত ২১ মে শৈলকুপার ত্রিবেণী গ্রামে স্বামীকে নতুন কাপড় কিনে দেওয়ার অনুরোধ করেন গৃহবধূ পিংকী রানী দাস। এতে স্বামী সুমন কুমার ক্ষুব্ধ হয়ে স্ত্রী পিংকীকে মারধর করে। এক পর্যায়ে স্বামীর মারধরের শিকার হয়ে মারা যায়

পিংকী রানী। ১ মে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে বিএনপি কর্মী মোশারফ হোসেকে তাঁর বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় গুরুতর আহত হয় নাহিদ হোসেন নামের এক যুবক। ৩ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গত ১৫ এপ্রিল সদর উপজেলার বাদপুকুর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোহম্মদ আলী নামের এক মুদি দোকানিকে

পিটিয়ে হত্যা করা হয়। গত ৭ মার্চ কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামে সাত বছর বয়সী শিশু মাহমুদাকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায় সৎমা হুমাইরা খাতুন। এর তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহমুদা। গত ২১ ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় নিজেদের আধিপত্য জানান দিতে এক চরমপন্থী নেতাসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ঝিনাইদহের ছয় উপজেলাতে ২৩ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে শৈলকুপা থানায় ৬ জন, সদরে ৫ জন, কালীগঞ্জে ৩ জন, হরিণাকুন্ডুতে ২ জন, কোটচাঁদপুরে ৩ জন ও মহেশপুরে ৪ জনকে হত্যা করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু বলেন, ‘হঠাৎ করেই ঝিনাইদহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ফলে তুচ্ছ ঘটনায় খুনোখুনি পর্যন্ত ঘটছে। প্রশাসন কঠোর না হলে এসব ঘটনা থামবে না। এজন্য প্রশাসনের মেরুদন্ড আরো শক্ত করতে হবে। নইলে একর পর এক এ ঘটনা ঘটেই যাবে।’

অপরাধ বিশ্লেষক মো. লিয়াকত আলী বলেন, ‘বিচারহীনতার কারণে এসব ঘটনা বেড়েই চলেছে। সেই সঙ্গে পারবিারকি সর্ম্পক দূর্বল হওয়া, নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ও আত্মকেন্দ্রিক মানসিকতার কারণে মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে। ফলে একে অপরকে খুন করতে দ্বিধাবোধ করছে না।’

এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, ‘সামাজিক ও পারিবারিক বিরোধেরে জেরে সম্প্রতি কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হলেই এসব অপরাধ দমন করা সম্ভব হবে না। এ জন্য সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আলীকদম উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল এইটা। এ বিদ্যালয়ে শিক্ষক সংকট, জনবল সংকট আছে এইটা আমাকে জানানো হয়েছে। এখানে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকা, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আশা ব্যঞ্জক হয়নি

৪ ঘণ্টা আগে

বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

৪ ঘণ্টা আগে

দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি। শুধুমাত্র নাচ-গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয়। তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান

৪ ঘণ্টা আগে

শুক্রবার দিনগত রাতে আমিনুল তার ঘরের বাইরে খোলা জায়গায় প্রস্রাব করতে গেলে একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। সাপের ছোবলের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করা হয়

৫ ঘণ্টা আগে