বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার আলম (২৬) নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১২জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার আলী নেত্রকোনার পুর্বধলা থানার পাইলহাটি এলাকার আবুল হাদিসের ছেলে। তিনি মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, আজ দুপুরে আদবাড়িয়া এলাকায় বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কাওসার। সঙ্গে সঙ্গে তিনি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে এক বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ পল্লী বিদুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুর রহমান বিশ্বাস বলেন, একটা মিটার অপসারন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এতে আমরা মর্মাহত। এ বিষয়ে নিয়মানুযায়ী কতৃপক্ষের সাথে কথা বলে তার পরিবারকে ক্ষতিপূরন দেওয়া হবে।

মেলান্দহ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন লাইনম্যান মারা গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১ দিন আগে

এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।

১ দিন আগে

বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১ দিন আগে

ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।

১ দিন আগে