জুম্ম ছাত্র-জনতার "স্থগিত অবরোধ" কর্মসূচি প্রত্যাহার

১৪৪ ধারা বহাল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত "স্থগিত অবরোধ" কর্মসূচি প্রত্যাহার হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

জুম্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে বলা হয়, গত ১লা অক্টোবর প্রশাসনের সাথে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৪৪ ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৮ দাবি জানানো হয়। তবে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল থাকলেও পরিস্থিতি রয়েছে স্বাভাবিক।

আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয় এবং নিহত পরিবারের প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়।

4

প্রশাসন নিহতদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত সড়ক অবরোধ স্থগিত করা হলো। ৮ দফা দাবি কার্যকরভাবে বাস্তবায়ন না হলে, জুম্ম ছাত্র-জনতা আরও কঠোর, ব্যাপক ও অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করতে দ্বিধা করবে না।

উল্লেখ, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতার জেলার গুইমারায় তিন পাহাড়ি নিহতসহ জেলায় অন্তত অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি আহত হয়েছে। এর মধ্যে একজন মেজরসহ সেনাবাহিনীর ১৬ সদস্য ও ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। খাগড়াছড়ি জেলা সদরে সেনাবাহিনীর গাড়ি ও এম্বুলেন্সে হামলা হয়েছে। জেলা সদরের স্বনির্ভর, মহাজন ও গুইমারায় প্রায় অর্ধশতাধিক দোকানপাটে হামলা, ভাঙচুর ও বাড়ি-ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।

৮ ঘণ্টা আগে

এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

১১ ঘণ্টা আগে

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে জারি করা সব সতর্ক সংকেত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে

১২ ঘণ্টা আগে

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা

১২ ঘণ্টা আগে