লালমনিরহাট সীমান্তের পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক

প্রতিনিধি
লালমনিরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্গাপূজার সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক, উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি।

বুধবার রাতে তিনি জেলার মোগলহাট হরিবাসর সার্বজনীন দুর্গামন্দির ও দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনে যান। পূজার নিরাপত্তা ও সার্বিক পরিবেশ বিষয়ে খোঁজখবর নেন এবং উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান বলেন, সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও বিজিবি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিমা বিসর্জনের আগ মুহূর্ত পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে।এ সময় ১৫ বিজিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূজা উদ্‌যাপন পরিষদ ও স্থানীয় ব্যক্তিবর্গ বিজিবি’র এ কার্যক্রমকে স্বাগত জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।

১২ ঘণ্টা আগে

এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

১৫ ঘণ্টা আগে

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে জারি করা সব সতর্ক সংকেত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে

১৬ ঘণ্টা আগে

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা

১৬ ঘণ্টা আগে