ঠাকুরগাঁও সীমান্তে নিরাপত্তা জোরদার

প্রতিনিধি
ঠাকুরগাঁও
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার ১৫৬ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা ও সতর্কতা বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। জম্মু কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া নতুন উত্তেজনার প্রেক্ষিতে এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় বাড়তি টহল, নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। অপরদিকে, ভারতের সীমান্তরক্ষী বাহিনীও (বিএসএফ) সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে।

সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলের হাট গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘বিজিবির সদস্যরা আমাদের বলে দিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যেন আমরা সীমান্তের শূন্য রেখা বা তার কাছাকাছি এলাকায় না যাই। কোনো অচেনা ব্যক্তির চলাচল দেখলে তাদেরকে দ্রুত জানাই।’

একই উপজেলার কোর্টপাড়া গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, ‘সীমান্তে বিজিবির টহল অনেক বেড়েছে। প্রতিদিন রাতে মাইকিং করে সচেতন করা হচ্ছে। এতে কিছুটা হলেও মনোবল পাচ্ছি। তবে আশঙ্কা থেকেই যাচ্ছে।’

হরিপুর উপজেলার ভাতুরিয়াগ্রামের বাসিন্দা আজিজুল হক বলেন, ‘ভারত-পাকিস্তানের এই উত্তেজনায় আমরা সীমান্তবাসীরাও উদ্বিগ্ন। সন্ধ্যার পর সবাই নিজ নিজ বাড়িতে থাকার চেষ্টা করছি। বিজিবি আমাদের সব সময় সতর্ক থাকতে বলছে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। মসজিদভিত্তিক প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তে পতাকা বৈঠক ও সমন্বিত টহলও বাড়ানো হয়েছে।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা ব‌লেন, প্রশাসনের পক্ষ থেকেও সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর অপতৎপরতা স্থবির হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন শিল্প। ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন,সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযাসহ প্রত্যাশী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

৮ ঘণ্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১০ ঘণ্টা আগে

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১০ ঘণ্টা আগে