শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে মিছিল শুরু করে। মিছিলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়, সেখানে শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান নাফিজা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এখন আর শিক্ষকদের কাছেও নিরাপদ নই। শুধু এই শিক্ষক নয়, আরও অনেক শিক্ষক এমন আচরণ করে থাকেন। যদি তাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে এই ধরনের ঘটনা আবারও ঘটবে।”

স্কুল ছাত্রী জেবা সামিহা বলেন, “এই শিক্ষক হুমকি দেন যে, যদি প্রাইভেট না পড়ি, তাহলে পরীক্ষায় ভাল মার্ক পাওয়া যাবে না। অনেকেই নিরুপায় হয়ে তার কাছে পড়তে যান। আমরা কোথায় নিরাপদ? আমি জানি না মেয়েরা কোথায় নিরাপদ।”

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হওয়ার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি কোচিং সেন্টারে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমান তার স্কুলেরই নবম শ্রেণির এক ছাত্রীকে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হামিদুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৮ মিনিট আগে

জামালপুরের মেলান্দহ উপজেলায় সুইপার কলোনিতে আগুন লেগে বসতঘর পুড়ে অজুফা (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

২৮ মিনিট আগে

খুলনায় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

৩৫ মিনিট আগে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টি করে প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১ ঘণ্টা আগে