রৌমারী সীমান্তে ফের ভারতীয় ড্রোন

প্রতিনিধি
কুড়িগ্রাম
Thumbnail image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অবৈধভাবে ভারতীয় ৫টি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮ থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এই ড্রোনগুলোকে বাংলাদেশের আকাশে দেখা যায়।

এর আগে ২৭ মে সকাল ১১ টার দিকে ভারতীয় নাগরিক পুশইনের ঘটনায় ওই সীমান্তে ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করে বিএসএফ। ওইদিন রাত পৌনে ১১ টার দিকে সাহেবের আলগা বিওপি এলাকায় তিনটি ড্রোন উড়ায় বিএসএফ। তিনদিন পর রাতে একসঙ্গে ওড়ানো হলো পাঁচটি ড্রোন।

রৌমারী সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে ভারতের চার থেকে পাঁচটি ড্রোন চলে আসে। বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপরও ড্রোনগুলো উড়িয়ে পর্যবেক্ষণ করে বিএসএফ।

তিনি বলেন, ‘গত ২৭ মে বড়াইবাড়ী সীমান্তে ১৪ জন ভারতীয় নাগরিক পুশইন করার পর থেকে ভারতের বিএসএফ বিভিন্নভাবে বাংলাদেশে নজরদারি করছে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

এ বিষয়ে জানতে বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর ৩৫ বিজিবির এক কর্মকর্তা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতে ড্রোন উড়িয়েছে, তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। বিজিবির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবিও ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে জানতে বিজিবির বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়াকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আলীকদম উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল এইটা। এ বিদ্যালয়ে শিক্ষক সংকট, জনবল সংকট আছে এইটা আমাকে জানানো হয়েছে। এখানে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকা, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আশা ব্যঞ্জক হয়নি

৮ ঘণ্টা আগে

বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

৮ ঘণ্টা আগে

দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি। শুধুমাত্র নাচ-গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয়। তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান

৮ ঘণ্টা আগে

শুক্রবার দিনগত রাতে আমিনুল তার ঘরের বাইরে খোলা জায়গায় প্রস্রাব করতে গেলে একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। সাপের ছোবলের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করা হয়

৯ ঘণ্টা আগে