পানছড়ি, খাগড়াছড়ি
২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ি উপজেলার ৪০ জন মাছ চাষির মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে প্রতিজন চাষিকে ২ বস্তা করে মোট ৮০ বস্তা মৎস্য খাদ্য প্রদান করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
তিনি বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের পুনরুদ্ধারে সরকার সবসময় সক্রিয়। চাষীদের ক্ষতি পুষিয়ে দিতে ও তাদের উৎপাদনশীলতা ধরে রাখতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগ যেন আরও বেশি উপকারভোগীর কাছে পৌঁছে, সেই লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রিয় কান্তি চাকমা।
তিনি বলেন:বন্যায় অনেক চাষির পুকুরের মাছ ভেসে গেছে। তাদের আর্থিক ক্ষতির পরিমাণ অনেক। আমরা চাই, তারা যেন আবারও চাষ শুরু করতে পারেন। এই খাদ্য সহায়তা তাদের উৎসাহ জোগাবে এবং মাছ চাষে ফিরিয়ে আনবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাষীদের হাতে বস্তাগুলো তুলে দেওয়ার সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
চাষীদের একজন, মো. আবদুল মালেক, বলেন: বন্যায় সব শেষ হয়ে গিয়েছিল। মনে হয়েছিল আর হয়ত চাষ করতে পারবো না। এই খাদ্য সহায়তা পেয়ে আবার সাহস পেলাম। সরকার ও মৎস্য অফিসের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা যায়। অনেকে আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে মাছ চাষের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে।
মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত হলো, সরকার প্রান্তিক পর্যায়ের মানুষের পাশে থাকতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে চাষাবাদ ও কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখায় সচেষ্ট।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ি উপজেলার ৪০ জন মাছ চাষির মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে প্রতিজন চাষিকে ২ বস্তা করে মোট ৮০ বস্তা মৎস্য খাদ্য প্রদান করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
তিনি বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের পুনরুদ্ধারে সরকার সবসময় সক্রিয়। চাষীদের ক্ষতি পুষিয়ে দিতে ও তাদের উৎপাদনশীলতা ধরে রাখতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগ যেন আরও বেশি উপকারভোগীর কাছে পৌঁছে, সেই লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রিয় কান্তি চাকমা।
তিনি বলেন:বন্যায় অনেক চাষির পুকুরের মাছ ভেসে গেছে। তাদের আর্থিক ক্ষতির পরিমাণ অনেক। আমরা চাই, তারা যেন আবারও চাষ শুরু করতে পারেন। এই খাদ্য সহায়তা তাদের উৎসাহ জোগাবে এবং মাছ চাষে ফিরিয়ে আনবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাষীদের হাতে বস্তাগুলো তুলে দেওয়ার সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
চাষীদের একজন, মো. আবদুল মালেক, বলেন: বন্যায় সব শেষ হয়ে গিয়েছিল। মনে হয়েছিল আর হয়ত চাষ করতে পারবো না। এই খাদ্য সহায়তা পেয়ে আবার সাহস পেলাম। সরকার ও মৎস্য অফিসের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা যায়। অনেকে আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে মাছ চাষের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে।
মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত হলো, সরকার প্রান্তিক পর্যায়ের মানুষের পাশে থাকতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে চাষাবাদ ও কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখায় সচেষ্ট।
বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে
১০ মিনিট আগেমাত্র ১০ মাসে আকস্মিকভাবে তার বদলি আদেশ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত বাতিল না হলে এলাকার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা
৪০ মিনিট আগেফরিদা পারভীন বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে
১ ঘণ্টা আগেশিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়
৩ ঘণ্টা আগেবাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে
মাত্র ১০ মাসে আকস্মিকভাবে তার বদলি আদেশ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত বাতিল না হলে এলাকার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা
ফরিদা পারভীন বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে
শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়