সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, উপজেলা প্রকৌশল কার্যসহকারীকে মারধর

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে নির্মাণ কাজ চলা সড়কের কার্পেটিং। দিনে দুপুরে এত বড় অনিয়ম দেখে প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা। শুরুতে কয়েকজন যুবক প্রতিবাদ জানালে পুলিশের ভয়-ভীতি দেখান ঠিকাদারের লোকজন। পরে স্থানীয়রা জড় হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সড়কের কার্পেটিংয়ের কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। একটি পাঁকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

এঘটনাটি গতকাল শনিবার (২ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ধনিপাড়া এলাকার।

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ধনিপাড়া এলাকার পঞ্চগড় ঢাকা মহাসড়ক থেকে দক্ষিণ গাইঘাটা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় এমআর ট্রেডার্সের নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির কাজের শুরু থেকেই অনিয়ম লক্ষ্য করেন স্থানীয়রা। এর আগে একাধিকবার প্রতিবাদ করলেও তোয়াক্কা করেননি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সড়কে কোন অনিয়ম হচ্ছে কিনা এমন প্রশ্নে বোদা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্য সহকারী জাহিদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, সড়ক নির্মাণে কোন অনিয়ম হচ্ছে না। নিয়ম মেনে সড়কের কাজ করা হচ্ছে। এ সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে কোনোমতে পালিয়ে যান ।

স্থানীয় ইউসুফ আলী বলেন, আমি ভ্যান চালিয়ে যাচ্ছিলাম। দেখি আমার সামনেই নতুন কার্পেটিং উঠে যাচ্ছে। তখন পাশেই থাকা মিস্ত্রি বলেন হাতুড়ি দিয়ে সেটা ঠিক করতে হবে।

প্রতিবাদকারী যুবক মাসুদ রানা বলেন, কাজ চলছে কাদা ও ধুলো-ময়লার ওপরেই। প্রতিবাদ করলে তারা আমাকে হুমকি দেয়, ভিডিও করে রাখে। তখন আমরা স্থানীয়রা এক হয়ে কাজ বন্ধ করে দেই।

নির্মাণকাজে নিয়োজিত মিস্ত্রি আবুল কালাম বলেন, বৃষ্টির কারণে কিছু বালু জমে ছিলো। ময়লা না সরিয়েই কার্পেটিং করায় এমন হয়েছে। এটা অনিয়মই।

ময়দানদিঘী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেন বলেন, এই রাস্তার কাজ বহুদিন ধরে চলছে। পাশের রাস্তাটি আগেই শেষ হয়েছে, অথচ এই রাস্তাটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এবারও অভিযোগ পেয়ে গিয়ে দেখি কাজের মান খুবই খারাপ। আমি নিজে উপস্থিত থেকে কাজ বন্ধ করে দিই।

মারধরের শিকার বোদা উপজেলার প্রকৌশলীর কার্যালয়ের কার্য-সহকারী জাহিদুল ইসলাম বলেন, আমি কাজ তদারকি করতে গিয়েছিলাম। সাংবাদিকদের বলেছিলাম কাজে কোনো অনিয়ম নেই। তখনই কয়েকজন উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। আমি পালিয়ে বেঁচেছি।

তিনি আরও বলেন, ১০ দিন আগে প্রাইম কোট দেওয়া হয়েছিল। বৃষ্টিতে কিছু বালু জমেছিল, পরিষ্কার না করেই কার্পেটিং শুরু হয় যা ঠিক হয়নি।

এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর ট্রেডার্সের প্রতিনিধি মিজানুর ইসলাম বলেন, এটি ২০২০-২১ অর্থবছরের কাজ। আমি সাব-ঠিকাদার হিসেবে যুক্ত। বিস্তারিত মনে নেই, দেখে বলতে হবে। এরপরই ফোন কেটে দেন তিনি।

পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পেয়েছি। স্থানীয়রা কাজ বন্ধ করেছে বলেও শুনেছি। তবে কোনো কর্মকর্তা গণপিটুনির শিকার হয়েছেন এমন তথ্য আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে পঞ্চগড়ে সফলভাবে এগিয়ে চলেছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।

৩ মিনিট আগে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে প্রায় সোয়া ৮ টাকায় ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

১৫ মিনিট আগে

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১আগস্ট) সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

২২ মিনিট আগে

ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রাইভেট কারটি।

৩ ঘণ্টা আগে