দৌলতপুর থানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে দৌলতপুর থানার উদ্যোগে পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় এ মতবিনিময় সভা থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী।

সভায় দৌলতপুর উপজেলার দুর্গাপূজা মণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক,ইউনিয়ন চেয়ারম্যানসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখযোগ্য আলোচনার মধ্যে ছিল, প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারকরণ, ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান। এছাড়া, সরকারের বিভিন্ন জরুরি সেবা সংস্থার যোগাযোগ নম্বর সংবলিত ফেস্টুন বিতরণের ঘোষণাও দেওয়া হয়।

সভায় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ওসি এ.আর.এম আল মামুন সমাধানের আশ্বাস দেন। নেতৃবৃন্দ পূজা চলাকালীন সময়ে পুলিশ প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্য মাধ্যমে সভাটি সফলভাবে সমাপ্ত হয় শান্তিপূর্ণ দুর্গোৎসবের প্রত্যাশা ও পারস্পরিক সম্মান ও সম্প্রীতির বার্তা নিয়ে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন। বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন

৫ মিনিট আগে

নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে

৩২ মিনিট আগে

কোনাবাড়ী জোন এর সহকারী কমিশনার আবু নাসের মো: আলামিন জানান, দিনে বেলায় ঘটনাস্থলের আশ পাশে অনেক লোকজন ছিলো। কেউ প্রতিমা মূর্তি ভাঙতে দেখে নাই। বাতাসে ভেঙে যেতে পারে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা

৩৮ মিনিট আগে

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে

১ ঘণ্টা আগে