ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া স্বামীর সন্ধান চান স্ত্রী

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে তিন দিন আগে যশোর থেকে তুলে নেয়া স্বামীর সন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাসুম বিল্লার স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমিন (২৯)।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আর্থিক অবস্থা ভালো না থাকায় গত কয়েক বছর ধরে স্বামীসহ স্বপরিবারে আমরা যশোরে ভাড়াবাড়িতে বসবাস করে আসছি। আমার স্বামী রাজমিস্ত্রির জোগালির কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ১ আগস্ট বেলা ৩টার দিকে যশোর সংকরপুরে কাজ করা অবস্থায় ৫ থেকে ৬ জন ব্যক্তি নিজেদের সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। সে সময় তাদের পরিচয় জানতে চাইলে দুর থেকে একটি কার্ড দেখান এবং এরপরই আমার স্বামীকে বেধড়ক মারপিট করতে থাকে তারা। সেই থেকে আমার স্বামীর কোন খোঁজ পাচ্ছি না।

পরে কালিগঞ্জ থানা, সাতক্ষীরা ডিবি কার্যালয়, হাসপাতাল এবং জেলখানায় খবর নিয়েছি। কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

তিনি আরো বলেন, আমার স্বামী যদি অপরাধী হয়ে থাকে তাকে পুলিশ আটক করলে নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানোর কথা কিন্তু সেখানেও নেই আবার সাতক্ষীরার ডিবি পুলিশ জানে না তাহলে আমার স্বামীকে কারা তুলে নিয়ে গেল? আমার জানা মতে আমার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। বর্তমান বাংলাদেশে কোন আসামিকেই এভাবে গুম করার সুযোগ নেই তাহলে আমার স্বামীকে কারা নিয়ে গেল।গত তিন দিন ধরে তিনি কোথায় আছেন প্রশাসনের কাছে তা জানতে চান তিনি।

সাবিনা ইয়াসমিন বলেন, বিগত ইউপি নির্বাচনে আমার স্বামী কৃষ্ণনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করেছিল। এটা নিয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে বিরোধ ছিল। ওই ঘটনার জেরে তাকে এভাবে তুলে নিয়ে গুম করা হল কি না সেটিও ভেবে পাচ্ছি না। আমি আমার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে দিশেহারা হায় পড়েছি। আমার স্বামীই আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে না পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি।

তিনি স্বামীর সন্ধান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।

৯ ঘণ্টা আগে

পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

১০ ঘণ্টা আগে

জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উসকানি দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়

১২ ঘণ্টা আগে

রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশে যেখানে আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের একজন দায়িত্বশীল ওসি সাহেবের প্রত্যক্ষ ইন্ধনে সাবেক স্ত্রীর দ্বারা বে-আইনিভাবে নির্যাতনের শিকার হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি

১৩ ঘণ্টা আগে