ত্রিশালের এলজিইডিতে দুর্নীতি অনুসন্ধানে দুদক, নথি সংগ্রহ

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালের এলজিইডিতে  উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে দিনভর উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা, ব্রিজ ও কালভার্ট সরেজমিনে পরিদর্শন করে এ অভিযান পরিচালনা করা হয়। 

এর আগে সকাল ১০টায় ত্রিশাল উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে হানা দেয় দুদক এনফোর্সমেন্ট টিমের তিন সদস্যের একটি দল। এ সময় দুদক কর্মকর্তারা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখে তার কপি সংগ্রহ করেন। পরে তারা উপজেলার মোক্ষপুর, পোড়াবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে রাস্তা, কালভার্ট ও ব্রিজের উন্নয়ন কাজ খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেন।

দুদকের এই এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. রেজোয়ান আহম্মেদ এবং মো. ইব্রাহীম খলিল।

রাজু মো. সারোয়ার হোসেন জানান, সরকারের উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে কাজ করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প খতিয়ে দেখে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রের কপি সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ইলিশ সংরক্ষন অভিযান চলবে। এ সময় ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার

২১ মিনিট আগে

শনিবার রাতে বিজয়,হাবিবুলল্লাহের নেতৃত্বে রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ৪ ট্রাক মাছ মেরে নিয়ে যায়। তাদের সাথে প্রায় শতাধিক অস্ত্রধারী ছিল লোক ছিলো

৪৩ মিনিট আগে

হানিফ পরিবহনের বাসটি নষ্ট হওয়ার কারণে বাসটি রাস্তায় থামানো ছিল। কিন্ত ইমাদ পরিবহনের দ্রুতগামী বাস হানিফ পরিবহনের পেছনে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের হেলপার মারা যায়। চালকসহ কয়েকজন আহত আছে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে

১ ঘণ্টা আগে

জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।

১৪ ঘণ্টা আগে