ভৈরবে পরিবহণ চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সড়কের নিরাপত্তা ও পরিবহণ চালকদের সচেতনতা বৃদ্ধি করতে কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) ও পৌরসভার যৌথ আয়োজনে পরিবহণ চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৯টায় ভৈরব পৌর মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম।

সঞ্চালনায় ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো: আলাল উদ্দিন ও পরিবহণ চালক প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সহ সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সুজন।

ওই অনুষ্ঠানে প্রধান আলোচনাকে হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি এরফানুল হক নাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, ভৈরব পৌর বিএনপি সভাপতি ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার উপদেষ্টা হাজী মোহাম্মদ শাহিন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো: মুজিবুর রহমান, গণ অধিকার পরিষদের ভৈরব শাখার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের মুখ্য সংগঠক শরীফুল হক জয় প্রমুখ।

ওই অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সকাল ৯টায় পরিবহণ চালকদের রেজিস্ট্রেশন মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন শুরু হয়। পরে অতিথিদের আসন গ্রহণ, কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ, শোক প্রস্তাব উত্থাপন শেষে উদ্‌বোধনী পর্ব ও চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি দেয়া হয়।

পরে বিকাল তিনটায় আলোচনা সভায় অতিথিদের বক্তব্যের মাধ্যমে দ্বিতীয় অধিবেশন শুরু হয় এবং বিকাল চারটায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

৬ মিনিট আগে

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়

১ ঘণ্টা আগে

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা

২ ঘণ্টা আগে

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই উৎপাদন শুরু হবে

২ ঘণ্টা আগে