দিনাজপুর সীমান্তে ১৩ জনকে পুশ-ইন করল বিএসএফ

প্রতিনিধি
দিনাজপুর
Thumbnail image

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (২৮ মে) দিবাগত রাতে তাদেরকে পুশইন করা হয়। যার মধ্যে এই অধিকাংশই নারী।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে ১টার দিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদেরকে আটক করে টহলরত বিজিবির সদস্যরা। পরে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। নাম ও পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আটকদের মধ্যে ১১ জন নারী ও দুইজন পুরুষ। নারীদের মধ্যে একজন গর্ভবতী রয়েছেন।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আমাদের প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক পুশইনের ঘটনা বেড়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের সীমান্তেও পুশইনের প্রবণতা দেখা দিয়েছে। বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। স্থানীয় জনগণও প্রয়োজনীয় সহযোগিতা করছে।

তিনি বলেন, তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। বাংলাদেশি নাগরিক পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা স্বীকার করেছে যে, গত এক মাস আগে ভারতীয় পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে কোনো নির্যাতনের বিষয়ে আমাদের কাছে তারা স্বীকার করেনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আলীকদম উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল এইটা। এ বিদ্যালয়ে শিক্ষক সংকট, জনবল সংকট আছে এইটা আমাকে জানানো হয়েছে। এখানে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকা, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আশা ব্যঞ্জক হয়নি

১২ ঘণ্টা আগে

বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

১২ ঘণ্টা আগে

দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি। শুধুমাত্র নাচ-গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয়। তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান

১৩ ঘণ্টা আগে

শুক্রবার দিনগত রাতে আমিনুল তার ঘরের বাইরে খোলা জায়গায় প্রস্রাব করতে গেলে একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। সাপের ছোবলের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করা হয়

১৪ ঘণ্টা আগে